আপনি কেমন আছেন বলে দেবে আপনার ত্বক। ঝকঝকে ত্বক ঝকঝকে মনের লক্ষণ। কিন্তু মেকআপ দিয়ে নয়। সুন্দর ত্বকের আসল রহস্য আসলে লুকিয়ে ত্বকের গভীরে। আপনি হয়ত ভাবছেন মেকআপ আছে তো, কিন্তু সেটাই শেষ কথা ভাববেন না। ত্বক ভাল হলে মেকআপও ভাল হবে। ত্বক যদি ঠিক না হয় তাহলে মেকআপ আরও ক্ষতি করে। একই কথা খাটে অতিরিক্ত মেকআপ ব্যবহারের ক্ষেত্রেও। অফিস হোক অথবা কোনও অনুষ্ঠান, সব জায়গাতেই মেকআপ আজকাল প্রায় অবসম্ভাবী হয়ে উঠেছে। তবে মেকআপ করার আগে কিছু নিয়ম মানলে ত্বক ঠিক রাখা সম্ভব।
মেকআপ করার আগে ত্বকের যত্ন কীভাবে নেওয়া উচিত? ত্বকের যত্ন নিতে কী নিয়ম মেনে চলতে হবে?
ত্বকের যত্ন নিয়ে মেকআপ করার কিছু পদ্ধতি জানিয়েছেন মেকআপ আর্টিস্ট নম্রতা চক্রবর্তী।
মেকআপ আর্টিস্ট নম্রতা চক্রবর্তী জানিয়েছেন, মহিলাদের প্রতিদিন ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। অনেকেই আছেন যারা কাজের চাপে নিজেদের ত্বকের যত্ন নিতে পারেন না। কিন্তু খুব সহজেই ত্বকের জন্য নেওয়া সম্ভব। সকালবেলা অফিসে বেরোনোর আগেই একটি ওয়েট টিস্যুর ও ক্লিনজিং ওয়াটার ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিতে হবে। এরপর টোনার ব্যবহার করতে হবে ঐ ত্বকে। তবে ম্যাসাজ করার পদ্ধতি অনুসরণ করে টোনার লাগাতে হবে। তারপর ইমারশান ব্যবহার করতে হবে। তার উপর সান্সক্রিম। সব শেষে অ্যান্টি পলিউশন মিস্ট ত্বকে লাগিয়ে নিতে হবে।
মেকআপ করার আগে ত্বকে মিস্ট লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর টোনার ব্যবহার করে নিতে হবে। তার উপর ফেস বাম। তবে রাতের মেকআপের জন্যে আমরা হাইলাইটার ব্যবহার করতে পারি। তারপর পরিমাণ অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করে নিতে হবে। ফাউন্ডেশন সব সময় স্পঞ্জের মাধ্যমে ত্বকে ব্যবহার করতে হবে। এবার পাউডার বেস মেকআপ ব্যবহার করতে হবে। তবে মেকআপ যদি রাতের জন্য করা হয় তাহলে অবশ্যই লিকুইড মেকআপ ব্যবহার করা যেতে পারে।
আই মেকআপের জন্যে সব সময় লাইট কালার ব্যবহার করতে হবে। আই শ্যাডো মেকআপ করতে আইশ্যাড পেন্সিল লাগবে। এবার মাস্কারা পর্ব।
তারপর ব্লাশার ব্যবহার করতে দুই গালে, নাকের উপর। এই ধরনের মেকআপের জন্য লিপস্টিক সব সময় লাল বা গোলাপি রঙের ব্যবহার করা উচিত। সবার শেষে আইব্রো কালার করে নিতে হবে।