গরমে ধূলোবালি মানেই ব্রণর সমস্যা, ত্বক তৈলাক্ত হলে কথাই নেই। অয়েল ফ্রি মেকআপের জন্য প্রতিদিন কীভাবে ত্বক পরিচর্যা করা উচিত টিপস দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা বসু (Actress Oindrila Bose)
‘শুভ দৃষ্টি’ দিয়ে প্রথম টেলিভিশনে পা রাখেন। ‘আলো ছায়া’ ধারাবাহিকে ছায়ার ভূমিকায় অভিনয় করেন।‘সাহেবের চিঠি’তে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি রাজর্ষি দে’র ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।
অভিনেত্রী ঐন্দ্রিলা বসু জানিয়েছেন, তাঁর ছোটবেলা থেকেই অয়েলি স্কিন। বলা ভাল কম্বিনেশন স্কিন। তার জন্য গরমকালে ব্রণর সমস্যাতেও পড়তে হয়। ব্যস্ত শিডিউল, চড়া লাইট, মেকআপ, আউট ডোর সব কিছুর মাঝে ত্বক একটু বাড়তি যত্ন দাবি করেই। কিন্তু তাঁর ডেলি স্কিন কেয়ার রুটিনকে খুব সহজ রাখতেই ভালবাসেন। ত্বক সতেজ রাখতে তাঁর পরামর্শ তাই সঠিক পরিমানে জল খাওয়ার। সঙ্গে ফলের রস, ডাবের জল এসবও থাকতে পারে। ত্বক আর প্রসাধন সামগ্রি নিয়ে স্টাডি করতে ভালোবাসেন, তাই সময় পেলেই তার চর্চা চলে। ঐন্দ্রিলার মতে ত্বক ভাল রাখার জন্য খুব বেশি কিছু না করাই ভাল। ত্বক হাইড্রেড রাখাটা খুব দরকার। সোপ ফ্রি ফেসওয়াশে মুখ দিয়ে টোনার বা সিরাম, ময়েশ্চারাইজার লাগাতে হবে। অবশ্যই চাই সানস্ক্রিন। শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই সান্সস্ক্রিন মাস্ট। দু’একটা ব্রণ খুব সাধারণ ব্যাপার। তবে ব্রণ একাধিক কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম স্ট্রেস। স্ট্রেস-ফ্রি থাকা সম্ভব না হলেও তা যাতে নিয়ন্ত্রণে থাকে সে খেয়াল রাখতে হবে।
নিজের ত্বকের প্রকৃতি না জেনে কোনও কিছু ব্যবহার করা ঠিক নয়। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন বেছে নেওয়ার সময় দেখতে হবে ফাউন্ডেশন ব্যবহারের পর মুখে আর তেল বের হচ্ছে কিনা। প্রথমবার ফাউন্ডেশন কেনার সময় স্টোরে গিয়ে কেনাই ভাল।
ঘরোয়া উপায়ে তৈলাক্ত ত্বক থেকে বাঁচতে টক দই ব্যবহার করা যেতে পারে। ত্বক ভাল করে জল দিয়ে ধুয়ে দইয়ের প্যাক লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেললে সমস্যা অনেকটাই কমে।