মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে 'এফ এফ এফ' একটি ক্রিকেট 'প্রিমিয়ার লিগ'-এর আয়োজন করে কলকাতায়। নাম 'এফ এফ এফ প্রিমিয়ার লিগ'। এবছর এই টুর্নামেন্টের তৃতীয় সিজন অনুষ্ঠিত হতে চলেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার কনক্লেভ-এ (conclave) যেখানে এই টুর্নামেন্টের প্রতিটা দল বেছে নিয়েছে তাদের প্রিয় খেলোয়াড়দের। টুর্নামেন্টের জন্য নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি আইসি আই ক্লাস্টার হেড (Cluster Head-Abhishek Gupta) অভিষেক গুপ্তা, জোনাল হেড অফ ওয়াইটওরক এমসি (Zonal Head Whiteoak Amc-Avishek Panigrahi) অভিষেক পানিগ্ৰাহী, রিজন্যাল হেড অফ ইউনিয়ন এমসি(Regional Head Union Amc-Naveen Sharma) নভীন শর্মা, ফাউন্ডার অফ এস এস এল অ্যাকাডেমি(Founder Of Ssl Academy-Kanak Kumar Jain), সিটি হেড অফ অ্যাক্সিস এমএফ সৈকত কাপুর(City Head Axis Mf-Shaket Kapoor), রিলেশনশিপ ম্যানেজার অফ এস বি আই এমসি রোহন রায়(Relationship Manager Of Sbi Amc- Rohan Roy), রিজন্যাল হেড অফ বুল স্টোরি শ্রীরূপ রায় (Regional Head Of Bull Story-Srirup Roy), রিজন্যাল হেড অফ এইচ এস বি সি ড্রাগনস সমিত উপাধ্যায় (Regional Head Of Hsbc Dragons-Samit Upadhyay)। তারা প্রত্যেকেই নিজের টিম নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।
এবছরের মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। যেগুলোর নাম হল- এইচ এস বি সি ড্রাগনস, বুল স্টোরি, এস বি আই ম্যাভরিক, আইসি আইসি আই এনোভেটরস, ইউনিয়ন ইউনিকর্নস, গ্ৰোর্থ এনাবেলার্স অ্যাক্সিস, মাই খিলাড়ি, ওয়াইটওরক পায়োনিয়ার্স। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।