গরমে মেকআপ সত্যি খুব সমস্যার। আর বাইরে বেরোলে সেই মেকআপ উঠে যাওয়ার টেনশনও রয়েছে। বিশেষ করে দিনের বেলায় কোনও পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে ব্রাঞ্চ মেকআপ করতে হয় অনেকেই। কিন্তু কীভাবে করা যায় চটজলদি ব্রাঞ্চ মেকআপ?
এই প্রশ্নের উত্তর দেবেন মেকআপ আর্টিস্ট ইশা চক্রবর্তী।
মেকআপ আর্টিস্ট ইশা চক্রবর্তী জানিয়েছেন, ব্রাঞ্চ লুকের মধ্যে একটা স্নিগ্ধতা থাকবে। ঘুম থেকে উঠে কোনও পার্টিতে যাওয়ার আগে ব্রাঞ্চ করলে সব সময় মনে রাখতে হবে যে লুকটা যেন সার্টেন ও সোফেসটিকেটেড হবে। তবে ব্রাঞ্চ লুক করবার আগে আইস মাস্যাজ করে নিতে হবে। মেকআপ হবে সবসময় লাইট। কারণ মেকআপের লেয়ার বেশি থাকলে গরমে তা উঠে যেতে পারে। তবে কোন পার্টিতে যাবে বা কী ড্রেস পরে যাবে, এই সব কিছু উপর ডিপেন্ড করেই ব্রাঞ্চ লোকটা করতে হবে। যদি চটজলদি মেকআপ করে কোথাও বেরতে হয় তাহলে খুব সহজে শুধুমাত্র পাঁচ থেকে ছ’টা জিনিস ব্যবহার করেই মেকআপ কমপ্লিট করা যায়। ক্যাজুয়াল কোনও ড্রেস পরা যায়। ব্রাঞ্চ লুক করার সময় বড়ো চুলে পনিটেল ও আপডু করা যেতে পারে।
মাত্র পাঁচ-ছয়টা জিনিস ব্যবহার করেই ব্রাঞ্চ লুক করে নেওয়া যায়। যার মধ্যে একটি হল ফাউন্ডেশন। প্রথমেই ফাউন্ডেশনের একটা লাইট লেয়ার লাগিয়ে নিতে হবে স্কিনের উপর। ফাউন্ডেশনের পর কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে। এই ধরনের মেকআপের করার সময় দরকার পড়লে তবেই কনসিলার ব্যবহার করতে হবে। এরপর ব্লাশার লাগিয়ে নিতে হবে। ব্লাশারের পর আইশ্যাডো। যার জন্য ব্লাশার কালারও ব্যবহার করা যেতে পারে। এবার মাস্কারা ব্যবহার করতে হবে। মাস্কারার পর কাজল দিয়ে চোখের বর্ডার লাইন করে নিতে হবে। আই মেকআপের পর এবার লিপস্টিকের পালা।
ব্রাঞ্চ লুক করবার সময় চুল ছোট থাকলে তা আপডু করে নিতে হবে। এছাড়া বানও করা যেতে পারে। যদি বড়ো চুল হয় তাহলে চুল ব্রেড করে নেওয়া যেতে পারে। গরমের সময় ওয়ান সাইডেড ব্রিচি ব্রেড করা যেতে পারে।