রোগীর প্রাথমিক চিকিৎসায় সফটওয়্যার

উন্নত মানের চিকিৎসা ব্যবস্থার জন্যে পূর্ব ভারতে সুনাম রয়েছে 'মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতাল'-এর। পূর্ব ভারতের বহু শহরেই রয়েছে মেডিকার শাখা। যার মধ্যে অন্যতম হল কলকাতা। সম্প্রতি এই শহরের প্রেস ক্লাবেই একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল 'মেডিকা'। যেখানে 'মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতাল' ও সফটওয়্যার প্রস্তুতকারক সংস্থা 'ক্লাউডফিজিশিয়ান' যৌথ ভাবে একটি সফটওয়্যার তৈরি করবার কথা ঘোষণা করেছে।'মেডিকা হাসপাতাল'-এর সহযোগিতায় এই সফটওয়্যার তৈরি করবে 'ক্লাউডফিজিশিয়ান'। যার মাধ্যমে বড় হাসপাতালে না এনেও রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে। কলকাতার বাইরে অন্য কোনও জেলায় থাকেন যারা তারাও এই সুবিধা নিতে পারবেন। বর্তমানে কলকাতা ছাড়াও রাজ্যের বেশ কিছু জেলায় ও ঝড়খন্ড, বিহারে এই ব্যবস্থা চালু হয়েছে। সব মিলিয়ে দেশের মোট আটটি চিকিৎসা কেন্দ্রে এই সুবিধা রয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন 'ক্লাউডফিজিশিয়ান' সংস্থার কো-ফাউন্ডার ও চিফ অফ হেলথ কেয়ার ডাঃ দিলীপ রমন আর 'মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতাল'-এর ইন্টারনাল মেডিসিন ও ক্রিটিক্যাল কনসালটেন্ট ডাঃ অভিরাল রায়। এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ডাঃ অভিরাল রায় জানিয়েছেন, "মেডিকা ও ক্লাউডফিজিশিয়ান যৌথ ভাবে কাজ করছে কারণ আমারা চাই রোগীর চিকিৎসা তার বাড়ির কাছে যে হাসপাতাল বা নার্সিংহোম রয়েছে সেখানে হোক। এই ব্যবস্থার মাধ্যমে রোগীর চিকিৎসাও তাড়াতাড়ি শুরু হবে। এছাড়াও চিকিৎসার খরচ অনেক কম হবে।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...