নাক বন্ধ হওয়ার সমস্যা কেন দেখা দেয়?

নাক বন্ধ হওয়াকে সাধারণ সমস্যা হিসেবে দেখা হয়। মানুষের ধারণা কেবলমাত্র সর্দি-কাশির ফলেই এই সমস্যা দেখা দেয়। কিন্তু সমস্যাকে সবসময় হালকাভাবে নিলে বিপদে পড়তে হতে পারে। সর্দি বা ঠাণ্ডা লেগে নাক বন্ধ যেমন সাধারণ ব্যাপার তেমন আবার অন্য একাধিক কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। কী কী কারণে দেখা দেয় এই সমস্যা? নিস্তারের উপায়ই বা কী?

এই সকল প্রশ্নের উত্তর দেবেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অর্জুন দাশগুপ্ত

ডাঃ অর্জুন দাশগুপ্ত বলেছেন, নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা খুবই কমন একটি সমস্যা। বিভিন্ন ইনফেকশন বা নাকে ধুলো বালি ঢুকে গেলে নাক বন্ধ হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ সময় নিজে থেকেই কমে যায় এই সমস্যা। তখন অনেকে চিকিৎসকের পরামর্শ নেন। তখন চিকিৎসকের দেওয়া ওষুধ ব্যবহার করার পর যদি এই সমস্যা আর না দেখা দেয় তাহলে চিন্তার কারণ নেই। কিন্তু আবার কিছু দিন পর এই সমস্যা দেখা দিলে তখন এই সমস্যার কথা অবশ্যই চিকিৎসকের কাছে জানতে হবে।

অনেক ক্ষেত্রে বহু মানুষ সাধারণ সর্দি কাশির সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু এরফলে যার নাক বন্ধ আছে তার বিভিন্ন কাজ করতে অসুবিধা হয়। যেমন- মাথা ব্যথা করা, কোনও কাজে মনোযোগ আনতে না পারা, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার ফলে মুখের ভিতর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এছাড়াও নাক ডাকার সমস্যা দেখা দেয়।

 

ArjunDasgupta

 

নাক বন্ধ হওয়ার ফলে স্বাভাবিক জীবনযাপনের উপরেও নানা প্রভাব পরে। তবে অনেক সময় ব্ল্যাক ফাঙ্গাসের ফলেও নাক বন্ধ হয়ে যায়। তখন যদি এই সমস্যার চিকিৎসা না করা হয় তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ফাঙ্গাস নাক থেকে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও অনেক সময় ব্রেনের টিউমার নাকের মধ্যে গ্ৰো করার ফলেও নাক বন্ধ হয়ে যেতে পারে।

এলার্জি, নাকের‌ হাড় বাঁকা, থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। খুবই সহজেই নাক বন্ধ হওয়ার সমস্যার সমাধান করা সম্ভব। কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। যেমন- স্ট্রিম নেওয়া, গরম জলে নুন মিশিয়ে নাকে টানা, নাকের কিছু ড্রপ রয়েছে সেগুলি নাকে দেওয়া যেতে পারে। কিন্তু এই নোজ ড্রপ বেশি দিন ব্যবহার করা উচিত নয়। বেশি ব্যবহার করলে এই অভ্যাসে দাঁড়িয়ে যায়। অন্যদিকে এই ড্রপ ব্যবহার করার পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে চিকিৎসক ক্যামেরার মাধ্যমে দেখেন নাকের কী সমস্যা হয়েছে। সেই সমস্যা জানার পরেই তার সমাধান করা হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...