Chronic Disease Management: Chronic Disease-এর চিকিৎসায় Hahnemannian Homeopathyর ভূমিকা কতখানি?

Acute Disease এবং Chronic Disease-এর মধ্যে মূল পার্থক্য কী? Chronic Disease-এর চিকিৎসায় হ্যানিম্যানীয় হোমিওপ্যাথির ভূমিকা কতখানি? পরামর্শ দিলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক ডাঃ প্রশান্তকুমার গোস্বামী।

 

হাইলাইটসঃ
১। Acute Disease এবং Chronic Disease-এর মধ্যে মূল পার্থক্য কী?
২। Chronic Disease –এর চিকিৎসা কীভাবে হয়?
৩। হ্যানিম্যানীয় হোমিওপ্যাথি চিকিৎসা কী?

 

Acute Disease এবং Chronic Disease-এর মধ্যে মূল পার্থক্য কী?

মানুষের দেহের রোগের ভিন্ন ভিন্ন ধরন থাকে। এই সব ধরনকে দুই ভাগে ভাগ করলে ভাগদুটিকে Acute Disease এবং Chronic Disease বলা হয়।

Acute Disease হল তৎক্ষণাৎ হওয়া কোনো রোগ। যেমন হঠাৎ জ্বর, সর্দি-কাশি সহ নানা রোগ। যে রোগের কবলে মানুষ পড়লে ডাক্তারের কাছে যায় ও সেই অনুযায়ী সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে ওঠে।

অন্যদিকে, কোনো রোগ নিরাময়ের পর যদি বারংবার ফিরে আসে, তবে সেই রোগকে বলা হয় Chronic Disease।

Chronic Disease –এর চিকিৎসা কীভাবে হয়?

যদি কোন নির্দিষ্ট রোগ নিয়ে রুগী বারংবার ডাক্তারের কাছে আসে, তবে ডাক্তারের উচিত সেই রোগকে Chronic Disease এর আওতায় ফেলা। এরপর সেই রুগীর পূর্ববর্তী রোগের তালিকা, পরিবারের হিস্ট্রি ও রোগের সময়সীমা পর্যালোচনা করে সেই রোগের উপযুক্ত চিকিৎসা করা হয়।

হোমিওপ্যাথি চিকিৎসায় রোগের দ্রুত উপশম হয়না, এই মত কতটা সত্যি?

এমন মত সাধারণ মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। কিন্তু এমন কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সঠিক চিকিৎসা ও সঠিক ওষুধ খেলে সমস্ত রোগীই সুস্থ হয়ে উঠবে।

হ্যানিম্যানীয় হোমিওপ্যাথি চিকিৎসা কী?

হ্যানিম্যানের অর্গাননভিত্তিক চিকিৎসাকে Classical Homeopathy চিকিৎসা বলে মনে করা হয়। কিন্তু একের বেশি ওষুধ যদি কোনো হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে সেটাকে
হ্যানিম্যানীয় Homeopathy চিকিৎসা বলা হয়না।

অ্যালোপ্যাথি ওষুধ চলাকালীন কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায়?

হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াকালীন হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...