Child Health: হিউম্যান মেটানিউমোভাইরাস শিশুদের উপর কীভাবে প্রভাব ফেলছে?

হিউম্যান মেটানিউমোভাইরাস শিশুদের উপর কীভাবে প্রভাব ফেলছে? এই সিন্ড্রোমের লক্ষণগুলি কী কী? রোগ প্রতিরোধে কীভাবে সতর্ক হবেন? প্রাপ্তবয়স্করাও কি এই অসুখে আক্রান্ত হতে পারে? পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ ডঃ আনন্দ চন্দ।

 

হাইলাইটসঃ
১। এই সিন্ড্রোমের লক্ষণগুলি কী কী?
২। রোগ প্রতিরোধে কীভাবে সতর্ক হবেন?
৩। প্রাপ্তবয়স্করাও কি এই অসুখে আক্রান্ত হতে পারে?

 

হিউম্যান মেটানিউমোভাইরাস কী?

HMPV Syndrome –এর পুরো নাম হিউম্যান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus)। এটি একটি ভাইরাসঘটিত রোগ। সিন্ড্রোম (Syndrome) কথাটির অর্থ অনেকগুলি রোগের সমষ্টি।

এই সিন্ড্রোমের লক্ষণগুলি কী কী?

এই রোগের লক্ষনগুলি হল -

১। খাওয়ার প্রতি অরুচি
২। সর্দি
৩। জ্বর
৪। ডিহাইড্রেশন ইত্যাদি

রোগ প্রতিরোধে কীভাবে সতর্ক হবেন?

১। ঠিকমতো খাবার খেতে হবে
২। প্রচুর পরিমাণে জল খেতে হবে
৩। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে
৪। নিয়মিত স্নান করতে হবে
৫। রোগ প্রতিরোধের সমস্ত টিকা নেওয়া উচিত
৬। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন

বছরের কোন সময়ে এই রোগের প্রভাব বেশি দেখা যায়?

এই রোগ বছরের যেকোনো সময় হতে পারে। কিন্তু ঠান্ডা-গরম আবহাওয়ায় এই রোগ বেশি দেখা যায়।

প্রাপ্তবয়স্করাও কি এই অসুখে আক্রান্ত হতে পারে?

এই অসুখ মূলত সদ্যোজাত শিশু থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষরাও এই রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু সেই হার অনেক কম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...