Recurrent Infection কী? এই সমস্যা কীভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব ফেলে? লক্ষণ চিনবেন কীভাবে? চিকিৎসা কী? বিস্তারিত জানালেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিলয়কুমার দাস।
হাইলাইটসঃ
১। Recurrent Infection কী?
২। বাচ্চার মা-বাবা কীভাবে এই সমস্যা নিয়ে সতর্ক হবেন?
৩। চিকিৎসা কী?
Recurrent Infection বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ কীভাবে প্রভাব ফেলে?
চার থেকে পাঁচ বছর বয়স অবধি বাচ্চারা বছরে তিন থেকে চারবার অসুস্থ হয়। বাচ্চা অসুস্থ হলে তার খাওয়া-দাওয়া কমে যায়। এই শারীরিক সমস্যা যদি বারংবার হয় হয়, শিশুর ওজন সঠিকভাবে বৃদ্ধি পায় না। এটি বাচ্চার উচ্চতায় প্রভাব ফেলে। এর কারণে বাচ্চা মানসিক সমস্যায় ভোগে। বারবার বাচ্চার এই শারীরিক অসুস্থতাকেই Recurrent Infection বলে।
বাচ্চার মা-বাবা কীভাবে এই সমস্যা নিয়ে সতর্ক হবেন?
১। প্রত্যেক মাসে বাচ্চা অসুস্থ হলে বাচ্চার মা-বাবা সতর্ক হন
২। বাচ্চা কেন অসুস্থ হচ্ছে সেই কারণ চিহ্নিত করতে হবে
৩। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন
৪। বাড়িতে বাচ্চার যত্ন নিন
হেলথ ড্রিংস খাওয়া বাচ্চার পক্ষে কতটা ভালো?
ডাক্তারের পরামর্শ ছাড়া হেলথ ড্রিংস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। মূলত অবিভাবকরা কোনও বিজ্ঞাপন দেখে সেই ড্রিংসগুলো বাচ্চাকে খেতে দেন। কিন্তু এই ড্রিংসগুলিতে প্রোটিন ও ভিটামিনের মান সব সময় সঠিক থাকেনা। অনেক সময় এগুলিতে অতিরিক্ত মিষ্টি দেওয়া থাকে, যা ছোট বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকর।
বাচ্চাদের কেমন ডায়েট মেনে চলা উচিত?
ডায়েটের মূলত দুই রকমের nutrient দরকার। প্রথমটি হল ভিটামিন-মিনারেল। এর ফলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে ও দ্বিতীয়টি হল প্রোটিন যা আমাদের গ্রোথের জন্য দরকার।
সেকারণে একটি বাচ্চার ডায়েটে সমস্ত জরুরী নিউট্রিশন থাকা জরুরী। তবে বাচ্চা সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠবে।