নব নালন্দা ভবনে 'চতুরঙ্গ'

সারা বিশ্ববাসীর কাছে চেজ নামে পরিচিত এই খেলাটির জন্ম ভারতেই। ভারতীয় সংস্কৃতির অঙ্গ প্রাচীন এই খেলাটির উল্লেখ রয়েছে প্রাচীন গ্ৰন্থগুলিতেও। সম্প্রতি দাবা খেলার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতার নব নালন্দা ভবনে। 'নব নালন্দা অ্যালমনি অ্যাসোসিয়েশান' ও নব নালন্দা গ্ৰুপ অফ স্কুল'-এর উদ্যোগে ১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আয়োজিত হল 'চতুরঙ্গ' দাবা প্রতিযোগিতা। একশোর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন সূর্যশেখর গাঙ্গুলি, দিবেন্দু বড়ুয়া প্রমুখ। এছাড়াও গায়ক দুর্নিবার সাহাও ছিলেন প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে।

পশ্চিমবঙ্গের দূর্গাপুর, কাকিনাড়া, ব্যান্ডেল সহ বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বহু প্রতিযোগী এছাড়াও নব নালন্দা স্কলের ছাত্রা-ছাত্রীরাও অংশগ্রহণ করেছে এখানে।

গ্ৰ্যান্ড মাস্টারদের উপস্থিতিতে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের অভিজ্ঞতা আরও বাড়িয়ে তোলার সুযোগ পেয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...