প্রজাতন্ত্র দিবসের দিনে পিছিয়ে পড়া বাচ্চাদের পাশে দাঁড়িয়ে এই দিনটির মাধুর্য্য আরও বাড়িয়ে তুলেলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। ছবির পর্দায় বরাবরই অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। কখনও 'মন্টু পাইলটের' বিবিজান, আবার কখনও 'বেনিসুতোর' জেনির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। খুব শীঘ্রই নতুন হরর ফিল্ম 'রিশ' ও 'মন্টু পাইলট-২' সিরিজে দেখতে পাওয়া যাবে চান্দ্রেয়ী ঘোষকে। এছাড়াও গতকাল প্রজাতন্ত্র দিবসের দিনেই তার অভিনীত ওয়েব সিরিজ 'মুক্তি' রিলিজ করেছে। তিনি প্রজাতন্ত্র দিবসের ঐ বিশেষ দিন ভাগ নিয়েছেন 'আ লিটিল কন্ট্রিবিউশন'-এর শিশুদের সঙ্গে।
'আ লিটিল কন্ট্রিবিউশন'-এর শিশুরা এই দিন ছবি আঁকা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। কখনও শিশুদের সঙ্গে রং-তুলিতে, কখনও না প্রাণখোলা গানে মেতে ছিলেন। শুধু তাই নয়, এই সংস্থার পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে করেন ও প্রত্যেকের উপহার তুলে দেন।
প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনে তার এই অভিনব প্রয়াস দেখে খুশি হয়েছেন 'আ লিটিল কন্ট্রিবিউশন'-এর খুদেরাও। দেশের প্রত্যেক নাগরিকের সম্মান ও অধিকার মর্যাদা দিতে ভারতবর্ষে প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই দিনের বিশেষত্বকে আরও স্মরনীয় করে তুললেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ কই বলেছেন জানতে চোখ রাখুন নীচের ভিডিয়োতে।