মন্ডপ মাতাবে ‘ধামসা মাদল’

দুর্গা পুজোয় মেতে উঠেছিল কলকাতা, এবার পালা ফরাশডাঙ্গার। আসছে জগদ্ধাত্রী পুজো, তাই তার আগমনকে বোরন করতে খুশিতে মেতে উঠেছে চন্দননগর। জিয়ো বাংলা তরফ থেকে আরজে প্রজ্ঞা,আরজে রাকেশ ও সঞ্চালক শুভ পৌঁছে গিযেছিলেন 'কুন্ডঘাট দালান সার্বজনীন ক্লাব' এ। মণ্ডপ বাঁশ ও লোহা দিয়ে তৈরী। সেটি নয় হলো নেহাতই ভিতরকার রূপ। বাইরের রূপ দিয়ে সকল দর্শনার্থীদের যে তাক লাগাতে চলেছেন তাঁরা তা বলে দিচ্ছে তাদের মণ্ডপসজ্জাটি। তাঁদের এবারের থিম 'অন্ধকার থেকে আলোর পথে'। কোনো একটি মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে গেছে। সে চেষ্টা করছে আরো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার। শিল্পী শক্তি শর্মা তাদের মণ্ডপসজ্জায় দুটি জিনিস তুলে ধরতে চেয়েছেন 'জ্ঞান ' ও 'অজ্ঞান' কে। জ্ঞান হলো এখানে দেবী এবং অজ্ঞান হল 'অসুর'। আলোর উৎস হল সূর্য। সাতটা ঘোড়া সূর্য দেবকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকার আচ্ছন্ন জায়গার দিকে। যেটি বাঁধা আছে শিকল দিয়ে। আলোর দিশায় থাকবে দেবী জগদ্ধাত্রী। তিনি সকলকে পথ দেখাচ্ছেন 'আলোর'। পঞ্চমীর দিন উদ্বোধন হবে পূজামণ্ডপটির। তাঁদের আকর্ষণ হলো 'ধামসা মাদল' । আমরা তো আসছি আপনারাও আসছেন তো ?

এটা শেয়ার করতে পারো

...

Loading...