মস্তিষ্কের মহিমা

মস্তিষ্ক - মানবদেহের এক গুরুত্নপূর্ণ অঙ্গ। দেহের স্নায়ু তন্ত্রের পরিচালনার ভার যার ওপর সেই মস্তিষ্ককে নিয়ে সেজে উঠেছে চন্দননগরের কলপুকুরধার জগদ্ধাত্রী পুজো কমিটির ৫২তম বর্ষের থিম। আর এই পুজোর প্রস্তুতি কেমন চলছে তা দেখার জন্য জিয়ো বাংলা পৌঁছে গিয়েছিল তাঁদের পূজা মন্ডপে।  উপস্থিত ছিলেন সঞ্চালক শুভ ও বিশেষ আরজে জুঁটি রাকেশপ্রজ্ঞা। তবে শুধু মস্তিষ্ক থাকলেই তো হল না, তার মসৃণ পরিচালনার জন্য প্রয়োজন অক্সিজেনের, যা শুধুমাত্র সবুজ বৃক্ষরাদি থেকেই পাওয়া যায়। কিন্তু বর্তমানে মানুষ তাঁর কার্যসিদ্ধির জন্য কেঁটে সাফ করে দিচ্ছে জঙ্গলের পর জঙ্গল। কংক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা। ভারী অদ্ভুত জীব এই মানব জাতী, মস্তিষ্ক লাগিয়েই মস্তিষ্কের ক্ষতি করছে। অদুর ভবিষ্যতে যখন নিশ্বাস প্রশ্বাসের সংঙ্কট দেখা দেবে তখন মানব জাতী বুঝতে পারবে এই সবুজ গাছপালার ভূমিকা। হাওড়া থেকে চন্দননগরগামী যে কোনা ট্রেনে করে নামতে হবে চন্দননগর স্টেশন। স্টেশনের গায়ে এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...