কলকাতার পালা শেষ, এবার চন্দনগরের সেজে ওঠার পালা। কারণ সামনেই যে জগদ্ধাত্রী পুজো হাতে আর মাত্র গোনা কয়েকটা দিন এর মধ্যেই তো প্রস্তুতি সারতে হবে। একসময়ের ফরাসি উপনিবেশ থাকা চন্দননগরে জোরকদমে চলছে তার প্রস্তুতি। সেরকমই এক পূজা মণ্ডপ হলো বৌবাজার সার্বজনীন। আর সেই চিত্রই তুলে ধরছি আমরা জিয়ো বাংলার পর্দায়। সঞ্চালক শুভ ও আরজে জুঁটি রাকেশ ও প্রজ্ঞার সাথে তাঁদের পুজোর বিষয় জানলাম আমরাও। তাদের 51 বছরের পুজোয় তাদের মণ্ডপ সজ্জিত হচ্ছে বিভিন্ন কাঠের সামগ্রী দিয়ে। চন্দননগর খ্যাত লাইটিংয়ের শোভা দেখতে হলে আপনাদের আসতেই হবে এই পুজো মন্ডপে।