Cervical Cancer: সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে শিশুদের টিকা গ্রহণ কেন জরুরি?

মহিলাদের দেহে যে সমস্ত ক্যানসার রোগের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়, তাঁর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সার্ভাইক্যাল ক্যানসার। এই ক্যানসারে মৃত্যুর হারও বেশি। সে কারণে এই রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করে। কিন্তু এই রোগ নিয়ে সাধারণ মানুষ সচেতন নয়।

 

হাইলাইটসঃ
১। সার্ভাইক্যাল ক্যানসার ক্যানসার কী?
২। গর্ভবতী মহিলারা কি এই ভ্যাকসিন নিতে পারবেন?
৩। সুস্থ জীবনযাপনের জন্য কী কী অভ্যাস গড়ে তোলা জরুরি?

 

এই ক্যানসার কী? প্রতিরোধ করবেন কীভাবে?

সার্ভাইক্যাল ক্যানসার একটি ভাইরাসঘটিত রোগ। এই রোগের ভাইরাসের নাম HPV। এই ভাইরাসে যাতে শিশুরা আক্রান্ত না হয়, সে কারণে এই রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন রয়েছে। এই ভ্যাকসিন ৯ থেকে ১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হলে, ভবিষ্যতে এই রোগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই বয়সসীমার মধ্যে ২ টি ভ্যাকসিন দেওয়া হয় শিশুদের।

যারা এই নির্দিষ্ট বয়সসীমার মধ্যে ভ্যাকসিন নেননি, তাঁরা ৪৫ বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিন নিতে পারবেন। সেক্ষেত্রে ৩ টি ভ্যাকসিন নিতে হবে। তবে মহিলাই শুধুমাত্র ১৪ বছর বয়সের পর ভ্যাকসিন নিতে পারবেন।

কারা এই ভ্যাকসিন নিতে পারবেন?

মহিলা ও পুরুষ উভয়েই এই রোগে আক্রান্ত হতে পারেন। সে কারণে উভয়ই রোগ প্রতিরোধে এই ভ্যাকসিন নিতে পারবেন।

গর্ভবতী মহিলারা কি এই ভ্যাকসিন নিতে পারবেন?

গর্ভবতী মহিলাদের এই ভ্যাকসিন নেওয়া উচিত নয়। তবে শিশুর জন্মের ৬ মাস পরে মহিলারা এই ভ্যাকসিন নিতে পারবেন।

সুস্থ জীবনযাপনের জন্য কী কী অভ্যাস গড়ে তোলা জরুরি?

১। সঠিক খাদ্যাভ্যাস
২। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি
৩। পর্যাপ্ত পরিমাণে ঘুমান
৪। বাইরের খাবার এড়িয়ে চলুন
৫। এক্সারসাইজ করুন

সঠিক পদ্ধতিতে vaginal area ক্লিন করবেন কীভাবে?

জল দিয়ে vaginal area ক্লিন করা সবচেয়ে উপযোগী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...