চুল পড়া বা টাক পড়ার প্রধান কারণগুলো কী কী? জেনেটিক কারণে কি এই সমস্যা হতে পারে? চুল পড়া থেকে কীভাবে রক্ষা পাওয়া যাবে? পরামর্শ দিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবত্রী দত্ত, এম. ডি (Dr Debatri Datta, Dermatologist)
হাইলাইটসঃ
১। কী কী কারণে চুল পড়ে?
২। সিঁদুর পড়ার কারণে কি চুল ওঠে?
৩। চুল ভালো রাখবেন কী ভাবে?
কী কী কারণে চুল পড়ে?
এই সমস্যার কোনো নির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। ডাক্তারি ভাষায় এটিকে Hair Thinning - এর সমস্যা বলা হয়। নারী-পুরুষ উভয়েরই এই সমস্যা হতে পারে।
মূলত জেনেটিক কারণেই সমস্যা দেখা দেয়। কিন্তু অনেক সময় কোন ব্যক্তি শারীরিক অবস্থার উপর নির্ভর করে এটি।
ছেলেদের চুল পড়া ও মেয়েদের চুল পড়ার সমস্যা কী ভাগ করা যায়?
হ্যাঁ, নারী পুরুষের চুলের সমস্যা আলাদা হয়। ছেলেদের চুল পড়ার সমস্যাতে মূলত মাথার সামনের দিকে চুল উঠে যায় ও ধীরে ধীরে টাক দেখা যায়। কিন্তু মেয়েদের চুলের মাথার সামনের চুল পাতলা হলেও পুরোপুরি টাক দেখা যায় না।
সিঁদুর পড়ার কারণে কি চুল ওঠে?
সিঁদুরে মেটাল থাকে। বিভিন্ন রাসায়নিক পদার্থও থাকে সিঁদুরের মধ্যে। এই কারণে দীর্ঘ সময় ধরে মাথার একই জায়গায় সিঁদুর পড়লে চুলের গ্রোথ কমে যেতে পারে।
PCOD এর কারণে কি চুল ওঠে?
বর্তমান সময়ে PCOD খুব পরিচিত একটি রোগ। এর ফলেও চুলের সমস্যা দেখা দেয়।
এ ছাড়াও চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট নিলে, স্টেস বাড়লে, শরীরে নিউট্রেশনের অভাব দেখা দিলে ও চুলে খুশকি দেখা দিলে এই সমস্যা দেখা দেয়।
চুল ভালো রাখবেন কী ভাবে?
চুল ভালো রাখতে গেলে সম্পূর্ণ শরীর ভালো রাখতে হবে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পরিমাণ ঘুম ও ব্যালেন্স লাইফস্টাইল মেনে চলতে হবে।