দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?

দাঁতের সমস্যা আজ সবার মধ্যেই খুব কমন। তবে এই সমস্যাগুলি মধ্যে আজ সবচেয়ে বেশি দেখা যায় দাঁতের মাঝে স্পেসিং-এর সমস্যা। বেশ কিছু কারণে দুটি দাঁতের মাঝে স্পেস তৈরী হয়। যার ফলে মুখে অন্যান্য সমস্যা দেখা দেয়। যেমন- কানের নিচে অবস্থিত হাড়টি সড়ে যেতে পারে, মুখের সেপ খারাপ হয়ে যেতে পারে ইত্যাদি। সুতরাং দাঁতের স্পেসিং-এর সমস্যা কেন দেখা দেয়? এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় কী?

এই বিষয়ে নিয়ে বিশদে জানিয়েছেন ডেনটিস্ট ডাঃ দিব্যেন্দু দত্ত

ডাঃ দীবেন্দু দত্ত বলেছেন, দাঁতের মাঝে স্পেস থাকার অনেক কারণ রয়েছে। তবে সাধারণত জিনগত কারণে এই সমস্যা দেখা দেয়। অনেক সময় বংশে কারুর যদি এই সমস্যা থাকে তাহলেও দাঁতের মাঝে স্পেস হতে পারে। এছাড়াও জন্মগত কারণেও আসতে পারে এই সমস্যা। শিশুদের কিছু অভ্যাস থাকে। যেমন আঙুল চোষার অভ্যাস। বহু দিন এই অভ্যাস থাকলে দাঁতের মাঝে স্পেস তৈরী হয়‌। অনেক সময় নখ খাওয়ার অভ্যাসের ফলে নখের ছোট অংশগুলি দুটি দাঁতের মাঝে প্রবেশ করে এরফলেও দাঁতের মাঝে স্পেস সৃষ্টি হয়। এছাড়াও ব্রাশ না করলেও দাঁতে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা যায়। এর থেকেও দাঁতের মাঝে স্পেস দেখা দিতে পারে। তাছাড়া ক্যাভেটির সমস্যা থেকেও দাঁতের মাঝে স্পেস তৈরী হতে‌ পারে।

তবে অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের মাঝে স্পেস তৈরী হতে‌ পারে। কারণ, বয়স বাড়লে মানুষের নীচের চোয়াল হাড় বাড়তে থাকে। ফলে মুখের সামনের দাঁতের পাটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। যার ফলে দাঁতে মাঝে স্পেস দেখা দেয়। কিন্তু পিছনের দাঁতের পাটিতে স্পেসিং-এর সমস্যা দেখা দেয় মাড়ি ক্ষয়ে যাওয়ার ফলে। দাঁতের মাঝে স্পেস তৈরী হলে অন্য সমস্যা দেখা দিতে পারে। যেমন- কানের নিচে অবস্থিত হাড় ধীরে ধীরে সরে যেতে পারে। তাই দাঁতের স্পেসিং-এর সমস্যা দেখা দিলে তাড়াতাড়ি তার সমাধান করতে হবে।

জোড় দাঁতে স্পেস তৈরী হয় না। তবে অন্য ধরনের সমস্যা দেখা দিতে পারে। দাঁতের মাঝে স্পেস দেখা দিলে তার সমাধান রয়েছে। তার জন্য দাঁত পরিষ্কার করাতে হবে। কিন্তু কিছু মানুষের ধারণা ডেনটিস্টের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করালে দাঁতে স্পেসিং-এর সমস্যা দেখা দেয়। কখনই তা নয়, বরং দাঁত পরিষ্কার না করলে স্পেসি়ং-এর সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দাঁতের স্পেসিং সমস্যা বন্ধ করার জন্য অবশ্যই নিজের অভ্যাস বদলাতে হবে। তবে ডেন্টাল ইমপ্ল্যান্ট করালেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই পদ্ধতি দাঁতের সার্জারির থেকেও সহজে করা যায়। তাই এই পদ্ধতি মাধ্যমে খুব সহজেই দাঁতের স্পেসিং-এর সমস্যার সমাধান করা সম্ভব। দাঁত ঠিক রাখতে হলে প্রত্যেক দিন ব্রাশ করা দরকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...