Cataract Treatments: ছানি অস্ত্রোপচারের পর কী কী মেনে চললে দ্রুত সেরে উঠবেন?

ছানির লক্ষণ কী? ছানি অস্ত্রোপচারের (Cataract Surgery) পর কী কী মেনে চললে দ্রুত সেরে উঠবেন? কোন কোন বিষয় এড়িয়ে চলবেন? পরামর্শ দিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রশান্ত শ্রীবাস্তব (Dr Prashant Srivastava, Opthalmologist)

 

হাইলাইটসঃ

১। ছানি অপারেশনের কতদিন পর দৃষ্টি স্বচ্ছ হয়?
২। ছানি অপারেশনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে?
৩। চোখে ছানি হওয়া রোধ করবেন কীভাবে?

 

ছানি অপরেশন করা হয় কেন?

চোখে ছানি থাকার অর্থ, গত ৬ মাস থেকে এক বছর ধরে তাদের চোখের দৃষ্টিতে সমস্যা রয়েছে। তাই ছানি অপারেশনের পর চোখের দৃষ্টি পরিস্কার হয়। এছাড়াও অপারেশনের সময় ইনজেকশন দেওয়ার মাধ্যমে চোখ ফুলে যাওয়া ও চোখ লাল হওয়ার সমস্যা সমাধান হয়।

ছানি অপারেশনের পর কী চশমা পড়ার প্রয়োজন রয়েছে?

ছানি অপারেশনের সময় রোগীর পছন্দ অনুযায়ী একটি লেন্স বেছে নেওয়া হয়৷ এর মধ্যে থাকে মাল্টি ফোকা লেন্স, ট্রাই ফোকা লেন্স। এটি চোখে সঠিকভাবে প্রতিস্থাপন করলে চোখের পাওয়ার স্বাভাবিক পর্যায়ে আসার সম্ভাবনা থাকে।

কিন্তু এই অপারেশনের সাধারণত মনো ফোকা লেন্স ব্যবহার করা হয়। যার ফলে, দূরত্বে চোখের দৃষ্টি স্বাভাবিক থাকে কিন্তু কাছের দৃষ্টিতে ২.৫ পাওয়ারের একটি চশমার প্রয়োজন হয়।

ছানি অপারেশনের কতদিন পর দৃষ্টি স্বচ্ছ হয়?

ছানি অপারেশনের পর খুব তাড়াতাড়ি চোখে দৃষ্টি পরিস্কার হয়ে যায়। এটি খুব ছোট একটি অপারেশন যা খুব দ্রুত সেরে উঠতে সাহায্য করে। তাই অপারেশনের মাত্র ১ ঘন্টা পর থেকেই রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পায়।

এই অপারেশনের পর চোখে যত্ন নেবেন কীভাবে?

চিকিৎসার ধরন অনুযায়ী এই যত্ন ভিন্ন হতে পারে। এর মধ্যে একটি সাধারণ নিয়ম হল ছানি অপরেশনের ৫ দিন অবধি চোখে জল দেওয়া যাবেনা।

ছানি অপারেশনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে?

না, এই অপারেশনের প্রায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সঠিক পদ্ধতিতে চিকিৎসা হলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

ছানি অপারেশনের পর কী কী সমস্যা দেখা দিতে পারে?

ছানি অপারেশনের পর যদি চোখ লাল হয়, ব্যাথা হয়, চোখে দেখতে অসুবিধা হয় বা আলোর দিকে তাকাতে সমস্যা হয়, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

চোখে ছানি হওয়া রোধ করবেন কীভাবে?

চোখে ছানি হওয়া একটি বয়সজনিত সমস্যা। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে চুল সাদা হওয়া, চামড়া কুঁচকে যাওয়ার মতন এটি একটি প্রসেস। সাধারণত, ৬০ বছর বয়সের পর থেকে চোখে ছানি পড়তে পারে। তাই এটিকে রোধ করা কোনো উপায় নেই। কিন্তু নিজের জীবনযাত্রা সঠিক পদ্ধতিতে রাখলে চোখে ছানি অনেক দেরিতে পড়ে। কিন্তু যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের চোখে ছানি খুব দ্রুত পড়ে।

তবে বর্তমান সময়ে ছানি অপারেশন খুব সাধারণ একটি বিষয়। এটি প্রাণঘাতি নয়, ফলে রোগী খুব সহজে সুস্থ হয়ে ওঠে। একবার ছানি অপারেশন করার পর আর কখনো ছানির অপারেশন করার প্রয়োজন হয় না। শুধুমাত্র চোখে বসানো লেন্সে কিছু সমস্যা দেখা দিলে সেটি সহজ পদ্ধতির মাধ্যমে সমাধান করা সম্ভব হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...