'তেরাপন্থ প্রোফেশনাল ফোরাম' আয়োজিত কেরিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ

ছাত্র-ছাত্রীদের সঠিক কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে পথ দেখতে (Career Counselling Workshop)'কেরিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ'-এর আয়োজন করেছিল 'তেরাপন্থ প্রোফেশনাল ফোরাম' (Terapanth Professional Forum)। কলকাতার বড় বাজার অঞ্চলের ভিক্ষু গ্ৰন্থাগারে (Bhikshu Granthagar) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পরিচিত কেরিয়ার কাউন্সিলর প্রকাশ নাহাতা (Prakash Nahata)। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঠিক কেরিয়ার বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় জৈন(Sanjay Jain), নরেন্দ্র শ্যামশুখা(Narendra Shyamsukha) ও প্রকাশ চন্দ্র মাল্য(Prakash Chandra Maloo), টি এফ টি পূর্বাঞ্চলের সভাপতি ধর্মচন্দ্র ধারয়া (Dharam Chand Dharewa)।

অনুষ্ঠান প্রসঙ্গে কেরিয়ার কাউন্সিলর প্রকাশ নাহাতা জানিয়েছেন, ‘টি পি এফ-এর সৌজন্যে কেরিয়ার কাউন্সিলিংয়ের এই অনুষ্ঠানটি হতে পেরেছে। আগের বহু জায়গায় এই ধরনের অনুষ্ঠান করা হয়েছিল। 'টি পি এফ'-এর আজকের যুগে ছাত্র-ছাত্রীদের কেরিয়ার কাউন্সেলিং করা খুবই জরুরি। বিদেশে কেরিয়ার কাউন্সেলিংয়ের চল থাকলেও ভারতে আজও কেরিয়ার কাউন্সেলিং-এর খুব বেশি চল নেই বললেই চলে। কেরিয়ার কাউন্সেলিং একটা এমন বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সঠিক কেরিয়ার বেছে নেওয়ার পরামর্শ দেওয়া যায়।’

এটা শেয়ার করতে পারো

...

Loading...