মেয়েদের সাধারণত কী কী ধরনের ক্যানসার হয়? জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে? ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক উপসর্গ কী? পরামর্শ দিলেন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট প্রফেসর ডাঃ শুভদীপ চক্রবর্তী (Prof. Dr Subhadip Chakraborty Surgical oncologist)
হাইলাইটসঃ
১। বর্তমান সময়ে কেন স্তন ক্যানসারের প্রবণতা বাড়ছে?
২। স্তন ক্যানসারের লক্ষণগুলি কী কী?
৩। জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে?
বর্তমান সময়ে কেন স্তন ক্যানসারের প্রবণতা বাড়ছে?
ক্যানসার মূলত এক Lifestyle diseases। শতকরা প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ এই কারণেই ক্যানসার রোগে আক্রান্ত হয়।
বর্তমান সময়ে স্তন ক্যানসারের প্রবণতা বাড়ছে। এর কারণগুলি হল –
১। অনিয়ন্ত্রিত জীবনযাপন
২। স্বাস্থ্যের প্রতি অবহেলা
৩। হরমোনাল থেরাপি
৪। মদ্যপান ও ধূমপান
৫। Menstrual Hygiene অবহেলা
৬। HPV Infection ইত্যাদি
স্তন ক্যানসারের লক্ষণগুলি কী কী?
১। স্তনে ছোট মাংসপিণ্ড বেড়ে ওঠা
২। Breast nipple –এর আকৃতি বদলে যাওয়া
৩। স্তনের ধমনি direct হয়ে যাওয়া
৪। দুটি স্তনের মধ্যে সামঞ্জস্য বদলানো, ইত্যাদি
এই সমস্ত লক্ষণ যদি ১৫ দিনের বেশি সময় ধরে দেখা যায়, তবে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।
জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে?
বর্তমান সময়ে জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহার করলে ক্যানসার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু এ বিষয়ে Barrier methods of contraception অর্থাৎ কন্ডোম ব্যবহার করা অনেক বেশি নিরাপদ।
লাইফস্টাইল টিপসঃ
১। ৯ বছরের উপর বয়সী বাচ্চাদের HPV ভ্যাকসিন নেওয়া জরুরি
২। সহবাসের সময় অবশ্যই Barrier methods of contraception অর্থাৎ কন্ডোম ব্যবহার করা উচিত
৩। Menstrual Hygiene বজায় রাখুন
কোন বয়সী মেয়েদের ক্যানসার হওয়ার প্রবণতা বেশি?
ভারতে গড়ে প্রত্যেক ২২ জন মহিলার মধ্যে ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত হন। এ কারণে প্রত্যেক মহিলার self-breast examination করা উচিত।