'ফাইটিং ক্যান্সার বাই চয়েজ'

‘ঘরে ঘরে ক্যান্সার’। এ আর এখন কথার কথা নয়, বাস্তব সত্যি। সারা বিশ্বের সঙ্গে প্রতি বছর ক্যান্সার রোগীদের সংখ্যা বেড়েই চলেছে এদেশেও। তবে পরিসংখ্যান দেখে ভয়ভীতি নয়, জরুরী রোগ এবং চিকিৎসা সম্পর্কে সচেতন হয়ে ওঠা। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এখন এই মারণ‌ রোগের চিকিৎসা সম্ভব। তাই ক্যান্সার নিয়ে সকলকে সচেতন করতেই একটি সম্মেলনের আয়োজন করেছিল 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল' এবং 'বিড়লা ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম'। এই সম্মেলনের নাম দেওয়া হয়েছিল 'ফাইটিং ক্যান্সার বাই চয়েজ'। বিড়লা মিউজিয়ামেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন 'সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল'-এর গাইনোকলজিক্যাল অনকোলজিস্ট কনসালটেন্ট ডাঃ রাহুল রায় চৌধুরী ও সার্জিক্যাল ডিপার্টমেন্ট এবং প্রফেসর ডাঃ অর্ণব গুপ্ত। অনুষ্ঠানে ক্যান্সার সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে।

এই অনুষ্ঠানে ডাঃ অর্ণব গুপ্ত জানান, “আমরা চাই ক্যান্সার নিয়ে এই অ্যায়ারনেসটা সবার কাছে প্রচার করতে। কারণ ৫০ শতাংশ ক্ষেত্রে ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারি। তাই মানুষের সেটুকু জানা উচিত যে কীভাবে আমরা প্রিভেন্ট করবো। ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে ও সঠিক চিকিৎসা হয় তাহলে ক্যান্সার সেরে যেতে পারে। অনেক মানুষ রয়েছেন যাদের ক্যান্সার চিকিৎসার পর তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেছেন।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...