Enlarged prostate-এর লক্ষণ কী কী? এই সমস্যা কেন হয়? প্রস্টেট গ্রন্থির সমস্যা থেকে কি ক্যানসার হতে পারে? নিরাময় কী ভাবে সম্ভব? পরামর্শ দিলেন ইউরোলজিস্ট এবং রোবটিক সার্জন ডাঃ কুমার গৌরাও (Dr Kumar Gauraw, Urologist & Robotic Surgeon)
হাইলাইটসঃ
১। প্রস্টেট গ্রন্থির সমস্যা আসলে কি?
২। এই সমস্যার লক্ষণগুলি কী কী?
৩। BPH পরবর্তীকালে ক্যানসারের আকার নিতে পারে?
প্রস্টেট গ্রন্থির সমস্যা আসলে কি?
মানব শরীরের বিভিন্ন গঠন রয়েছে। মূলত কিডনি থেকে মূত্র তৈরি হয়, যা মূত্রথলিতে এসে জমা হয়। মূত্রথলির ঠিক নীচে থাকে প্রস্টেট গ্রন্থি। বয়স বাড়ার সাথে সাথে শরীরের স্বাভাবিক নিয়মে এই প্রস্টেট বৃদ্ধি পেতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিক নিয়মে বেড়ে যদি এটি মূত্রনালীর পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে এই সমস্যা দেখা দেয়।
দুইটি কারণে প্রস্টেট বাড়তে পারে -
১। প্রথমটি বয়স করার সাথে সাথে।
২। দ্বিতীয়টি প্রস্টেট ক্যান্সারের জন্য।
এই সমস্যার লক্ষণগুলি কী কী?
মূলত ৫০ বছর বয়সের পর থেকে প্রোস্টেট-এর সমস্যা দেখা দেয়। এই সমস্যার লক্ষণ গুলি হল -
১। রাত্রে বেলা বার বার প্রস্রাব পাওয়া
২। প্রস্রাবের গতি কমে যাওয়া
৩। প্রস্রাবের স্থানে ইনফেকশন হওয়া
৪। প্রস্রাবে জ্বালা করা
৫। প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হওয়া
এই সমস্যা কতটা পরবর্তীকালে কতটা ক্ষতিকারক হতে পারে?
BPH প্রস্টেটের সমস্যা দেখা দিলে এবং তা প্রাথমিক স্তরে ধরা পড়লে ওষুধের মাধ্যমে তার নিরাময় হওয়া সম্ভব। কিন্তু ক্যানসার প্রস্টেট থাকলে প্রাথমিক স্তর থেকেই চিকিৎসা শুরু করতে হবে। এক্ষেত্রে রোবটিক সার্জারি, লেজার মাইক্রো সার্জারি ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করতে হয়। কিন্তু যত দেরী হবে সেটা রোগীর পক্ষে ততই ক্ষতিকারক।
BPH পরবর্তীকালে ক্যানসারের আকার নিতে পারে?
না, BPH থেকে ক্যানসার হয়না। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। প্রস্টেটের ভিতর অংশে BPH বাড়ে কিন্তু ক্যান্সার বাড়ে প্রস্টেটের বাইরের অংশে। দুটি রোগ একসাথে হতে পারে। কিন্তু রোগের লক্ষণ একই হওয়ার কারণে অনেকে এ বিষয়ে ভুল বোঝে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
প্রস্টেটের সমস্যা দেখা দিলেই প্রথমে উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া। ডাক্তার রোগীকে পরীক্ষা ও পর্যবেক্ষণ করার পর চিকিৎসা শুরু করবেন।
প্রস্টেট বড় হলে তখন ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। সাধারণত প্রস্টেটের ওজন হয় ১৮ গ্রাম। কিন্তু এছাড়াও নানান ওজনের প্রস্টেট রয়েছে। সেই অনুযায়ী চিকিৎসা করা হয়। যখন দেখা যায় ওষুধ রোগ সারাতে পারছে না তখন লেজার মাইক্রো সার্জারি করতে হয়।
দর্শকদের প্রশ্ন :
প্রস্টেট সমস্যা কি জেনেটিক?
হ্যাঁ, কখনো জেনেটিক ভাবে এই সমস্যা দেখা দিতে পারে। মূলত যাদের পরিবারের কোন সদস্যের প্রস্টেটের সমস্যা রয়েছে, তাদের পরবর্তীকালে এই সমস্যা দেখা দিতে পারে।