হবু কনেরা কী ভাবে ত্বকের যত্ন নেবেন? ব্রাইডাল মেকআপের কী কী ভুল নষ্ট করে দিতে পারে বিয়ের সাজ? শীতের শুষ্ক আবহাওয়ায় ব্রাইডাল মেকআপ যাতে ফ্ল্যাকি বা কেকি না হয়, কার জন্য কী ধরনের মেকআপ প্রোডাক্ট বেছে নেবেন? ব্রাইডাল মেকআপ টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট মৌসুমী মণ্ডল (Mousumi Mondal, Professional Makeup Artist)
হাইলাইটসঃ
১। হবু কনেরা কী ভাবে ত্বকের যত্ন নেবেন?
২। মেকআপ ফ্ল্যাকি বা কেকি হয় কেন?
৩। শীতকালে সঠিক মেকআপ করবেন কীভাবে?
হবু কনেরা কী ভাবে ত্বকের যত্ন নেবেন?
ব্রাইডাল মেকআপের আগে ত্বকের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ত্বক ঠিক না থাকলে সুন্দর মেকআপ করা সম্ভব নয়। এক্ষেত্রে মেকআপ ফ্ল্যাকি বা কেকি হয়ে যাবে।
এই সমস্যার সমাধানে ত্বকের ধরন অনুযায়ী মেকআপ করতে হবে। প্রয়োজনে কোনও মেকআপ আর্টিস্টের থেকেও পরামর্শও নিতে পারেন।
মেকআপ ফ্ল্যাকি বা কেকি হয় কেন?
১। ভুল মেকআপ প্রডাক্ট ব্যবহার
২। ভুল মেকআপ প্রসেস
৩। শুষ্ক ও ব্রণযুক্ত ত্বক
শীতকালে সঠিক মেকআপ করবেন কীভাবে?
১। ত্বক মশ্চারাইজড রাখতে হবে
২। ত্বক অনুযায়ী অয়েল বা জেল বেসড প্রডাক্ট ব্যবহার করতে হবে
ব্রাইডাল মেকআপের কী কী ভুল নষ্ট করে দিতে পারে বিয়ের সাজ?
১। মেকআপের জন্য ত্বক সঠিকভাবে রেডি করে না রাখা
২। মেকআপের সময় ত্বকের বাড়তি লোম থাকলে, ত্বকে সঠিকভাবে মেকআপ বসবে না
দীর্ঘ সময়ের জন্য হেয়ার স্টাইল ঠিক রাখতে কী করবেন?
১। চুল বাঁধার পর হেয়ার স্প্রে ব্যবহার করতে হবে
২। চুল বাঁধার আগে চুল পরিষ্কার রাখতে হবে
৩। হেয়ার ট্রিটমেন্ট চুল খারাপ করে, সেক্ষেত্রে এটি এড়িয়ে চলা উচিত