কোন বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়? পুরুষদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি কতটা? কী কী উপসর্গ দেখা দেয়? কীভাবে সচেতন হবেন? পরামর্শ দিলেন ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ প্রগতি সাঙ্গানারিয়া জৈন।
হাইলাইটসঃ
১। স্তন ক্যানসারে কী কী লক্ষণ দেখা যায়?
২। স্তন ক্যানসারে চিকিৎসা পদ্ধতির ধাপগুলি কী কী?
৩। স্তন ক্যানসারে থেকে সুস্থ হওয়া সম্ভব?
সাধারণ মানুষের মধ্যে কি স্তন ক্যানসার কতটা সচেতনতা রয়েছে?
বর্তমান সময় মানুষের মধ্যে স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বেড়েছে। শরীরে কোনও সমস্যা মনে হলেই রোগী নিজের থেকে সেই অসুখটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।
স্তন ক্যানসারে কী কী লক্ষণ দেখা যায়?
স্তন ক্যানসারের সবচেয়ে পরিচিত লক্ষণ হল Lump। শরীরের কোথাও যদি lump লক্ষ্য করা যায়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
স্তন ক্যানসারে চিকিৎসা পদ্ধতির ধাপগুলি কী কী?
১। Clinical Diagnosis
২। Radiological Diagnosis
৩। Biopsy
কোন বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়?
না, বর্তমান সময়ে এই রোগের এমন কোনও নির্ধারিত বয়স বলা সম্ভব নয়। কিন্তু ৪০ থেকে ৬০ বছর বয়সী মানুষদের মধ্যে এই ক্যানসার বেশি দেখা যায়। তবে বর্তমান সময়ে কম বয়সী মানুষদের মধ্যেও এই রোগ দেখা যায়।
ব্রেস্ট ফিডিং না করালে কী মায়েদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়?
হ্যাঁ, শিশুর জন্মের পর যদি মায়েরা শিশুদের ব্রেস্ট ফিডিং না করায়, তবে মায়েদের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
শারীরিক অসুস্থতার কারণে কোনও মা যদি বাচ্চাকে স্তন্যপান করাতে না পারেন, তবে মায়ের শরীর থেকে দুগ্ধ নিষ্কাশন করে দেওয়া উচিত।
স্তন ক্যানসারে থেকে সুস্থ হওয়া সম্ভব?
স্তন আমাদের দেহের এক্সটার্নাল অর্গান। তাই স্তন ক্যানসার হলে সেই টিউমারটি সহজেই দেহে লক্ষ করা যায়। তাই এটিকে অপারেট করাও অনেক বেশি সহজ।