দেশের মেট্রো শহরগুলোতে কেন ব্রেস্ট ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেশি?

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী প্রতি ২২ জন নারীর মধ্যে ১ জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে। কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে খুব সহজেই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সম্ভব। তাই এই রোগের চিকিৎসা সম্পর্কে জানালেন ক্যান্সার সার্জন ডাঃ শুভদীপ চক্রবর্তী।

ক্যান্সার সার্জন ডাঃ শুভদীপ চক্রবর্তী বলেছেন, আমাদের শরীরের টিস্যুগুলো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের ফলে ক্যান্সারে পরিণত হয়। এই ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনই ব্রেস্ট ক্যান্সার দেখা দেওয়ার জন্য। জিনগত ছাড়াও বিভিন্ন কারণে টিস্যুগুলোর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়। অনেকের ধারণা থাকে ব্রেস্ট ক্যান্সার থাকলে ব্যথা হয়। কিন্তু এমনটা নাও হতে পারে। তবে স্তনের উপর বা বগলের কাছাকাছি একটি মাংস পিন্ড দেখা যায়। তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে মহিলাদের বয়স অনুযায়ী পরীক্ষা করতে হয়। যদি চল্লিশের বেশী বয়স হয় তাহলে ম্যামোগ্রাফি করতে বলা হয় আর চল্লিশের নীচে বয়স হলে তাকে ইউএসজি করতে বলা হয়। বায়োপসি করার পর দেখে নিতে হয় ক্যান্সার কোন স্টেজে রয়েছে। কারণ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারের অনুযায়ী চিকিৎসা করা হয়।

ক্যান্সার এমন একটা অসুখ যেখানে স্টেজ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আগে সার্জারি করা হয়। আবার কিছু ক্ষেত্রে আগে কেমোথেরাপি দেওয়া হয়। এখন চিকিৎসা পদ্ধতি অনেকেটাই বদলেছে কারণ আগে যখন ব্রেস্ট ক্যান্সারের সার্জারির সময় ব্রেস্টের সব গ্ৰন্থিগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হতো। কিন্তু এখন সার্জারি চলাকালীন পরীক্ষা করে দেখে নেওয়া হয় ক্যান্সার কোন কোন গ্ৰন্থিতে ছড়িয়েছে। যদি না ছড়িয়ে থাকে তাহলে সেই অংশটা আর বাদ দেওয়া হয় না। যার ফলে পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কমে যায়। তবে সার্জারির পাশাপাশি রোগীকে রেডিয়েশন থেরাপি নিতে হবে।

দেশের মেট্রো শহরগুলোতেই বেশি ব্রেস্ট ক্যান্সার আক্রান্তদের খোঁজ পাওয়া যায়। যেহেতু এখন সঠিকভাবে ডায়েট মেনটেইন করেন না বা মাদকজাতীয় দ্রব্য বেশি ব্যবহার করার ফলে এই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মহিলাদের মধ্যে বেশি বয়সেই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এছাড়াও পরিবারের কোনও সদস্যের ব্রেস্ট ক্যান্সার থাকলে চল্লিশ বছর বয়স হওয়ার আগে থেকেই ব্রেস্ট ক্যান্সার আছে কী না তার পরীক্ষা করিয়ে নিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...