জিয়ো বাংলা শারদ সম্মান অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশালক্ষিতলা সার্বজনিন দুর্গোৎসব কমিটির সদস্যরা। সঞ্চালিকা মনীষার সাথে পুজোর আড্ডা দিতে উপস্থিত ছিলেন পুজো কমিটির সেক্রেটারি অর্ঘদ্বীপ সামন্ত, শিল্পী অমিত সেন ও মহিলা সদ্স্য ঐন্দ্রিলা গুহ ঠাকুরতা। ৬৪বপ তম বর্ষে তাদের এবারের থিম “উৎস্য নীড়ে ভবতারিনী”। মানুষের জন্ম ও মৃত্যু দুইই জলেই, কিন্তু তবুও ঈশ্বরের এই অমূল্য দান অপচয় করতো বিন্দুমাত্র সঙ্কোচবোধ করো না মানুষ। তাই জল অপচয় না করার বার্তা নিয়ে শিল্পী অমিত সেনের ভাবনায় সেজে উঠছে বিশালক্ষিতলার পূজা মন্ডপ। মাত্র তিন বছর হয়েছে তারা থিমে প্রবেশ করেছে কিন্তু এই তিন বছরেই ঝুলি ভর্তি হয়েছে পুরস্কারে। দুস্থ শিশুদের ব্স্ত্র বিতরণের মাধ্যে জিয়ে তৃতীয়ার দিন এই পুজোর উদ্ধোধন। প্রতি বছরের মত এবছরও ষষ্ঠির দিন ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে এই দুস্থ শিশুদের জন্য পুজা পরিক্রমার আয়োজন করা হয়ছে। তাছাড়াও অস্টমীর দিন সকল দর্শনার্থীদের জন্য থাকছে মহাভজের আয়োজন। বেহালাগামী যেকোনো বাসে করে নামতে হবে বেহালা থানা স্টপেজে, সেখান থেকে পর্ণশ্রী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই পূজা মন্ডপ অবস্থিত।