সম্পর্ক শুধু মাত্র দুটি মানুষের মধ্যে হতে নাও পারে। বরং জড় বস্তু বা দুটি ফুলের মধ্যেও হতে পারে। সম্পর্কের এই সমীকরণকে গল্প ও কবিতার ভাষায় ব্যাখা করেছেন কবি এবং লেখক নীল সেনগুপ্ত ও উদিতা সেন। বইয়ের নাম 'অপরাজিতা একমুঠো শিউলি'। সম্পর্কের সমীকরণ নিয়ে তাদের এই গল্প ও কবিতা সংকলনটি সম্প্রতি প্রকাশ করেছে 'ক্রিয়েটিভ পাবলিকেশন'। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাসভবনে বই প্রকাশের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে কবি এবং লেখক নীল সেনগুপ্ত ও উদিতা সেন ছাড়াও উপস্থিত ছিলেন অদিতি চট্টোপাধ্যায়, অর্চিতা সেন, সত্যবান কর। আসন্ন কলকাতা বইমেলায় পাওয়া যাবে এই বইটি । বই প্রকাশের অনুষ্ঠানে লেখক নীল সেনগুপ্ত জানিয়েছেন, "অপরাজিতা একমুঠো শিউলি- হল সম্পর্ক নিয়ে লেখা একটি পুস্তক। তার পরিচিত ও অপরিচিত বহু মানুষ কোনও না কোনও সম্পর্কে জড়িয়ে পড়ছে বা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছে আবার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চলতি নিয়ম রয়েছে তা ভেঙে যাওয়ার কারণ কী ? এই সব কিছুই এই গল্পের মধ্যে দিয়ে পাঠকদের বোঝানোর চেষ্টা করেছেন তিনি।"