আকাশ বাতাসে মিশে গেছে পুজো পুজো গন্ধ। শরৎের মেঘ, পদ্ম ফুলের গোলাপি আভা ও কাশফুলের শুভ্রবর্ণ, পুজোর অগ্রিমবার্তা পৌঁছে দিচ্ছে সকলে।পুজো চলে এসেছে আর পুজোর আড্ডা বসবেনা তা কখনো হয়। পুজোর আড্ডা দিতে জিয়ো বাংলার ষ্টুডিও তে উপস্থিত ছিল বিধান সরণি অ্যাটলাস ক্লাব।সঞ্চালিকা মেঘার সাথে কথপকথনে উঠে এল তাদের ক্লাবের নানা অজানা কথা।নব্বই বছরের পুরোনো এই ক্লাব শুরুতে শ্যামা মায়ের আরাধনা করলেও পরবর্তীকালে ১৯৮৩ সাল থেকে দুর্গা মায়ের আরাধনা শুরু করে।প্রথম দিকে সাবেকিয়ানায় মাকে উপাসনা করা হলেও বিগত ৪বছর ধরে তারাও থিম পুজোর সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করেছেন।এ বছরের তাদের থিম 'আত্ম শুদ্ধি হক দেবীদর্পনে' । শিল্পী তার ভাবনায় মানুষের আত্মকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি দৈবিকবাণী অন্যটি আসুরিকবাণী।দৈবিক শক্তি গুলোকে প্রাধান্য দিয়ে আসুরিকশক্তিটি শেষ করে যে এগিয়ে যাওয়া সেটি তাদের শিল্পকলায় ফুটে উঠেছে।তবে প্রতিমা সাবেকি আদলেই তৈরী করা হয়েছে, থিমের আদলের সাথে কোনো সংযোগ নেই।মেট্রো করে শ্যামবাজার সেখান থেকে ট্রামে করে পৌঁছে যেতে পারেন বিধান সরণি অ্যাটলাস ক্লাবের পুজোমন্ডপে।