আর মাত্র হাতে গোনা ৫দিন। তার পরেই শিবলোক ছেড়ে বাপেরবাড়ি আসতে চলেছে উমা। শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ পুজো দূর্গাপুজো।পুজোর আড্ডা দিতে জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিল 'ভবানীপুর স্টুডেন্টস ক্লাব '। তাদের সাথে আড্ডার ছলে উঠে এল তাদের ক্লাবের নেপথ্য কথা । ১৯৪২ সালে তাদের ক্লাবটি প্রতিষ্ঠিত হয় । এবছরে ৬৯ বছরে পদার্পন করলো তাদের পুজোটি ।ক্লাব প্রতিষ্টিত হওয়ার ৬বছর পর ১৯৪৯ সাল থেকে তারা পুজো করা শুরু করেন ।তাগের এবারের থিম 'মায়ের সাথে বউলের দেশে '। লালন ফকিরের নানা বাণী দেখতে পাওয়া যাবে মণ্ডপে।পুজোর ৫টা দিন থাকবে নানা অনুষ্ঠান এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। দর্শনার্থীদের জন্য রয়েছে নানা সুব্যাবস্থা। মায়ের সাথে বউলের দেশে থিম দেখার জন্য আপনাকে আসতেই হবে 'ভবানীপুর স্টুডেন্টস ক্লাব ' এ পূজামণ্ডপে ।