ডাকিনি যোগিনী

মা কালী শ্মশানে পূজিতা হন। তাই তাঁর পাশে ডাকিনি যোগিনীর অবস্থান । পাড়ার মণ্ডপে মাকালীর পুজোয় তাই মাকালী মূর্তির পাশাপাশি ডাকিনি যোগিনীর চাহিদাও তুঙ্গে। কালীপুজোর ঠিক আগেই জিয়ো বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল কুমোরটুলিতে। সেখানে গিয়ে শুধু কালী ঠাকুর ই নয়, আমাদের ক্যামেরায় ধরা পড়লো বিভিন্ন ধরণের ডাকিনি যোগিনী মূর্তিও। কারন ভূত চতুর্দশী তো কালীপুজোর আগের দিন ই হয়। তাই ভূত, প্রেত পিশাচ দের সন্তুষ্ট না করলেই নয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...