ভিন্ন স্বাধ এর ঠিকানা গোয়াবারডাঙ্গা চ্যাটার্জী পাড়া

জিয়ো বাংলা শারদ সন্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'গোয়াবারডাঙ্গা চ্যাটার্জী পাড়া '। জিয়ো বাংলা ষ্টুডিও তে উপস্থিত ছিলেন রিয়া সাহা ,স্বপন চৌধুরী ।সঞ্চালিকা অরণীর সঙ্গে কথবকথনে উঠে এল তাদের পুজো ও ক্লাব সম্পর্কে নেপথ্য কথা ।১৯৪৪ সালে তাদের ক্লাবটি প্রতিষ্টিত হয় ।দীর্ঘ পথ অতিক্রম করে ৭৪ তম বছরে পদার্পন করলো তাদের পুজোটি ।এবছরে তাদের মণ্ডপটি ভেলোরের স্বামী নারায়ন গোল্ডেন টেম্পল আদলে তৈরি করা হয়েছে । মাতৃপ্রতিমা তৈরী হয়েছে বাঁশের আঁশ থেকে ।শ্রী দিলীপ বাবু মহাশয় এর ভাবনার রূপ হিসেবে মণ্ডপ সজ্জা করা হয়েছে ।

পুজোর দিনগুলোতে রয়েছে নানা অনুষ্ঠান তারই পাস পাশি থাকবে নানা প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানও । এছাড়াও নবমীর দিন রয়েছে বিশেষ অনুষ্ঠান । শহুরে একঘেয়ামি মণ্ডপ পরিদর্শন করতে করতে আপনি যদি ক্লান্ত হয়ে যান টোন ভিন্ন স্বাধ গ্রহণ করতে আপনাকে আসতে হবে গোবরডাঙ্গা স্টেশন এর ৩নম্বর রেললাইন ধরে সেবাসমিতি পূজামণ্ডপে ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...