ফেব্রুয়ারি মানে বসন্তের মাস। গায়ে হাওয়া লাগলেও ফুরফুরে হয়ে যায় মন। যেদিকে চোখ যায় রং আর রং, রঙের ছোঁয়ায় যেন রাতারাতি মন ভাল হয়ে গিয়েছে শহরটার। কেন যে মনে এমন খুশি খুশি ভাব সে কারণ অনেক সময় নিজেও বোঝা দায়। এ সময় মনে বিরহ রাখতে নেই, ফেব্রুয়ারি মানে শুধুই ভালবাসা। সে কথা বলছে কৃষ্ণও। বিরহী গাঁয়ের কৃষ্ণ। মানে অভিনেতা সায়ন। বললেন এক অন্য প্রেমের গল্প। কেমন সেই গল্প? যেমন ধরুন মানুষের সঙ্গে যদি প্রেম হয়ে যায় ভূতের! গল্পের নাম ‘রেস্ট ইন প্রেম’।
সায়ন গপ্পো বলতে ভালোবাসেন। সেই সঙ্গে ভালোবাসেন কফি আর আড্ডাও। পারফেক্ট কফিতে খুলে যায় সায়নের মনের দরজা। তখন তিনি অনর্গল। তবে আড্ডা জোন টা ঠিকঠাক হওয়া চাই।
নিউটাউনের ‘স্নেহদিয়া’কে পয়েন্টে রেখে একটু এগোলেই কাপ-টু-মাগে ভালবাসার টানে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা সায়ন ঘোষ। সঙ্গে জিয়ো বাংলার প্রতিনিধি।
কাপ-টু-মাগ-এর (Cup2Mug ) অ্যাট্রাকশন কাপ টু মাগ সব কিছুতেই। কফি কানেকশনের সব কিছুই পাওয়া যায় এখানে। এখানেই শেষ নয়, পাওয়া যায় আরও বেশি কিছু। কাপ টু মাগ-এর স্পেশ্যালিটি ‘চিকেন পোলো’। আরও আছে নানা রকম স্ন্যাক্স ডিশ। অনেকে এখানে এলে আবার কেক আর দইটাও ছাড়তে পারেন না। কেক আর দই- কম্বিনেশন যতই অন্যরকম হোক ভোজন রসিকদের কাছে অনবদ্য।