দেশের খাদ্য পণ্য ও মসলা উৎপাদনকারী শীর্ষস্থানীয় সংস্থাগুলোর মধ্যে অন্যতম হল 'ডি এন ভি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড'। বাংলার মাটিতে পথচলা শুরু হয়েছিল এই সংস্থার। তারপর বিগত ৭৫ বছর ধরে ফুড ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা। সেই আজ জন্য বাংলার গন্ডি পেরিয়ে দেশের সেরা সেরা সংস্থাগুলোকে টক্কর দিচ্ছেন তাঁরা। এমনকি দেশের ৩০টি "ফরচুন সুপার 30 কোম্পানি - 2021"-এর তালিকায় নাম রয়েছে এই সংস্থার। বতমানে সংস্থার ডিরেক্টরের পদ সামলাচ্ছেন প্রতীক জৈন। সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসে, সংস্থাকে আরও সফল ও উন্নত করে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। সম্প্রতি জিয়ো বাংলার প্রতিনিধিকে সংস্থার সাফল্যের চাবিকাঠি ও পথ চলা সম্পর্কে জানিয়েছেন প্রতীক জৈন।
তিনি জানিয়েছেন, "খুব তাড়াতাড়ি তাদের ব্র্যান্ড সকল মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছে। সেই জন্য আজ সারা ভারত জনপ্রিয়। বাংলা থেকেই শুরু হয়েছিল তাদের পথচলা। তাই বাংলা প্রতি বিশেষ শ্রদ্ধা রয়েছে। এছাড়াও এখন বাংলায় ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। যেটা সবার জন্যই গুরুত্বপূর্ণ।"