Bengali Traditional Makeup: কেমন হবে এবছরের পয়লা বৈশাখের সাজ?

কেমন হবে পয়লা বৈশাখের সাজ? কীভাবে মেকআপ করলে চড়া গরমেও তা দীর্ঘস্থায়ী হবে? নববর্ষের হেয়ার স্টাইলে ‘স্পেশাল টাচ’ দেবেন কীভাবে? পয়লা বৈশাখের স্পেশাল মেকআপ টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অঙ্কিতা রায়।

 

হাইলাইটসঃ
১। কেমন হবে পয়লা বৈশাখের সাজ?
২। কীভাবে মেকআপ করলে চড়া গরমেও তা দীর্ঘস্থায়ী হবে?
৩। হেয়ার স্টাইলে ‘স্পেশাল টাচ’ দেবেন কীভাবে?

 

কীভাবে মেকআপ করলে চড়া গরমেও তা দীর্ঘস্থায়ী হবে?

১। ওয়াটার বেসড প্রডাক্ট ব্যবহার করুন
৩। ম্যাট ফিনিশ প্রডাক্ট ব্যবহার করুন

পয়লা বৈশাখে হালকা মেকআপ করবেন কীভাবে?

১। ভালো করে স্কিন প্রিপারেশন করতে হবে
১। ব্রাউন আইমেকআপ করতে পারেন
২। হালকা লিপস্টিক পরুন

গরমকালে মেকআপের জন্য স্কিন প্রিপারেশন করবেন কীভাবে?

১। মেকআপের আগে মুখে এক টুকরো বরফ মেখে নিন
২। হাইড্রেটিং স্প্রে ব্যবহার করুন
৩। silicone based প্রাইমার ব্যবহার করুন
৪। কম্প্যাক্ট পাউডার
৫। মেকআপের পরে অবশ্যই মেকআপ ফিক্সিং স্প্রে ব্যবহার করুন

নববর্ষের হেয়ার স্টাইলে ‘স্পেশাল টাচ’ দেবেন কীভাবে?

১। পোশাক অনুযায়ী ওয়েভি হেয়ার ও খোঁপা করতে পারেন
২। খোঁপায় জুঁই ফুলে মালা পরতে ভুলবেন না

এটা শেয়ার করতে পারো

...

Loading...