বাংলা মানেই ব্যবসা

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২০২২ এর অংশ হিসাবে মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 'বেংগল গ্লোবাল ট্রেড এক্সপো' ২০২২ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই এর শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়“ Bengal Means Businees” এই বার্তাকে বিশ্বের কাছে ছড়িয়ে দিতে এবং অনন্য বাংলার ব্যবসা বাণিজ্যের প্রদর্শন ও প্রচারের উদ্দেশ্য ছড়িয়ে দিতেই এই এক্সপোর আয়োজন।

পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় (CWBTA)CONFEDERATION OF WEST BENGAL TRADE ASSOCIATIONS এবং (WBIDC)West Bengal Industrial Development Corporation এর যৌথ উদ্যোগে এই মেলার শুভ সূচনা হয়।সহযোগী সংস্থা হিসাবে এই মেলায় ছিলেন The Confederation of Indian Industry (CII) and Federation of Indian Chambers of Commerce & Industry(FICCI)

 CWBTA-এর সভাপতি শ্রী সুশীল পোদ্দার বলেন-

“পূর্ব ভারতের আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসাবে বাংলা ভবিষ্যতে একটি বড় অগ্রগতির জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২২ এবং CWBTA দ্বারা আয়োজিত বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো ২০২২-এর সাফল্য ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আরও বিনিয়োগে সাহায্য করবে।

ভারতের নিকটবর্তী প্রতিবেশী দেশগুলি ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, কোরিয়া ছাড়াও প্রায় ২৫টি দেশ এই এক্সপোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করছে বলে জানান উদ্যোক্তারা। ইলেকট্রিক যানবাহন এবং তার জন্য সংশ্লিষ্ট উপকরণ, হার্ডওয়্যার সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী,খাদ্য প্রক্রিয়াকরণ, টেলিকম,আইটি, বস্ত্র উপকরণ, রাসায়নিক এবং পেট্রোকেমিক্যালস উপকরণ, চামড়ার সামগ্রী, রিয়েল এস্টেট এবং আরো অনেক ধরনের ব্যবসায়ীরা এই BGTE এক্সপো-২০২২তে অংশগ্রহণ করেছেন।

মেলাতে উল্লেখযোগ্য ভাবে অংশগ্রহণ করেছেন প্রগতি রাইস । ২০০৭ সালে তৈরি হওয়া এই কোম্পানী ২০১১ তে তাদের রাইস মিল চালু করেন । তাদের লক্ষ্য চালের গুণগত মান ভালো করে ভারতের সাথে সাথে বিশ্বব্যপী ছড়িয়ে দেওয়া।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...