আসছেন সৌরভ গাঙ্গুলি

জিয়ো বাংলা শারদ সন্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব’। সঞ্চালিকা রিয়ার সাথে আড্ডার ছলে উঠে এল তাদের পুজোর নেপথ্য কথা। জিয়ো বাংলা ষ্টুডিও তে উপস্থিত ছিলেন অর্ণব দে ,মৈনাক কর্মকর ।গুটি গুটি পায়ে চলতে চলতে তাদের পুজো এবার ৭১ বছরে পদার্পন করলো ।পথচলা শুরু হয় সাবেকি পুজো দিয়ে কিন্তু বর্তমানে সমকালীন শিল্পের সঙ্গে যুক্ত হয়েছেন তারা ।এবছরে তাদের থিম 'আব্বত '।উইলিন পেপার কেঁটে নানা ডিজাইনে করে মধুবনী চিত্রকলা সাথে প্রাচ্য এবং পাশ্চাত্ব শিল্পোটির মেলবন্ধন এ মণ্ডপসজ্জা করা হয়েছে ।মায়ের কিন্তু একে বাড়ে সাবেকি রূপ দেখতে পাবেন আপনারা ।থিমের সঙ্গে প্রতিমার কোনো যোগসূত্র নেই । পুজোটি একটি মেলাকে কেন্দ্র করে হয়ে থাকে । ১৩ দিন ধরে চলে মেলা । মেলার আনন্দ পুজোর স্বাদ ও মণ্ডপ পরিদর্শন ৩টি জিনিস আপনি পেয়ে যাবেন বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজোতে। ১৩ই অক্টোবর অর্থাৎ তৃতীয়ার দিন  সৌরভ গাঙ্গুলী আসছেন উদ্বোধনী করতে। উত্তরের ম্যাডাম স্কোয়ার খ্যাতি নাম মণ্ডপটি পরিদর্শন করতে হলে আপনাকে আসতেই হবে  বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...