বেহালা ২৯ পল্লী

কথায় বলে বেহালা, দুর্গাপুজোর আতুঁরঘর।আর তা বলার প্রধান কারন হল দুর্গাপুজো কতটা জাঁকজমক ভাবে করা যায় তা গোটা কলকাতা কে শিখিয়েছে বেহালাই। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮-র উপলক্ষে আমাদের স্টুডিওয়ে উপস্থিত ছিলেন বেহালা ২৯ পল্লীর সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকারী সম্পাদক সৌরভ ঘোষ, উপস্থিত ছিলেন পুজোর থিমের রুপকার শুভাশিষ মাইতিথিম সং-এর রচয়িতা সুনিত মালিক। গল্পে আড্ডায় সঞ্চালিকা মনীষার সাথে তাদের পুজোর ব্যাপারে জানলাম আমরাও। ৫২ বছরের ক্লাব হলেও বিগত ১৬ বছর ধরে তারা দুর্গা পুজো করে আসছে। এর আগে কালি পুজোয় বেহালার বুকে এক বিখ্যাত নাম ছিল ২৯ পল্লী। এবারে তাঁদের থিম ‘সীমাবদ্ধতা’ । থিম নিয়ে জিজ্ঞাসা করা হলে শুভাশিষ মাইতি জানান যে এই ব্যাস্ততার যুগে মানুষ যেন শুধুমাত্র নিজেকেই নিয়েই ব্যাস্ত, অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস নিত্যদিনের এই ব্যস্ততার মাঝে মানুষ কোথাও যেন তার পারিপার্শ্বিক দায়বদ্ধতার কথা ভুলেই গেছে। আর সেই এড়িয়ে যাওয়ার দায়বদ্ধতাটিকেই এবার বাস্তবিক রুপ দিতে চলেছে শিল্পী শুভাশিষ মাইতি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...