স্টেপ-বাই-স্টেপ পার্টি মেকআপ কী ভাবে করবেন?

স্টেপ-বাই-স্টেপ পার্টি মেকআপ কী ভাবে করবেন?  কোন মেকআপ লুক এখন ট্রেন্ডে ইন? মেকআপের কিছু সহজ টিপস এন্ড ট্রিকস জানালেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সৌরভ দে।

বিয়ের মসুম এলেই বদলে যায় মেকআপ আর ফ্যাশনের ট্রেন্ড। আগের সঙ্গে পরের যেমন মিল থাকে না আবার পুরনো ফ্যাশনও ফিরে আসে রেট্রো হয়ে। এখন হালকা সাজের যুগ। বিয়ের পোশাকে তাই প্যাস্টেল শেড নিয়ে পরীক্ষানিরিক্ষা চলছেন। বিয়ের কনেকেও দেখা যাচ্ছে আজকাল ন্যুড মেকআপে। এমনকি নো মেকআপ লুকের পাল্লাও ইদানিং বেশ ভারি।  

মেকআপ আর্টিস্ট সৌরভ দেএখন ওয়েডিং এবং পার্টি ফেস্টিভ্যাল লুকে লাইট মেকআপ ট্রেন্ডে ইন। হেভি মেকআপ পুরোপুরি আউট অফ ট্রেন্ড। মেকআপ যত হালকা হবে তত স্থায়ী হবে।

পার্টি শুরু থেকে শেষ পর্যন্ত তাতে চেহারায় বদল ঘটবে না। স্কিন প্রিপারেশনে নজর দিতে হবে। প্রাইমার আর ময়েচারাইজার লাগবেই। ঠিকমতো করতে পারলে স্কিন গ্লো করবে, অনেকক্ষণ ধরে মেকআপ গ্রিপ থাকবে। মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মিলিমাল মেকআপের ক্ষেত্রে হালকা বেসের জন্য কনসিলার লাগবে, কমপ্যাক্ট পাউডার, হালকা ব্লাস, লিপস্টিক, কোল পেন্সিলেই কাজ শেষ। ফিক্সিং স্প্রে ব্যবহার করতে পারে ইচ্ছে হলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...