পয়লা বৈশাখ নতুন বছরের শুরু। প্রত্যেক বাঙালির কাছেই এই দিনটি বিশেষ। পয়লা বৈশাখে খাওয়া দাওয়া, আড্ডার সঙ্গেই রয়েছে সাজগোজ। আট থেকে আশি সকলেই নতুন জামাকাপড়ে নতুন সাজে রেডি। সেখানে কেউ ট্রেন্ডি কেউ আবার চিরন্তন ঐতিহ্যের বাঙালিয়ানায়। কিন্তু কেমন হবে এবছর পয়লা বৈশাখের সাজ?
পয়লা বৈশাখের নতুন লুক দেখাতে চলেছেন মেকআপ আর্টিস্ট গার্গী দাস।
মেকআপ আর্টিস্ট গার্গী দাস বলেছেন, এবছর আলিয়া ভট্টের 'গাঙ্গু বাই' চরিত্রটির লুক খুব জনপ্রিয় হয়েছে। সেলিব্রেটিরাও এই লুক ট্রাই করছেন। এছাড়াও চিকন শাড়ি ওয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে পয়লা বৈশাখে পরা যেতে পারে।
মেকআপ শুরুর আগে অবশ্যই মুখ পরিষ্কার করে টোনিং করতে হবে। তারপর ত্বকে ময়েশ্চারাইজার ও ঠোঁটে লিপ বাম ব্যবহার করতে হবে। তারপর সেটিং স্প্রে ব্যবহার করতে হবে। সামার মেকআপের জন্য সি.টি.এম খুবই জরুরি।
ত্বকের কালার কারেকশনের জন্যে কনসিলার ব্যবহার করতে হবে। এবার ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। তারপর ত্বকের কিছু অংশে কনসিলার ব্যবহার করে হাইলাইট করে নিতে হবে। হাইলাইটারের পর ব্লাশ ব্যবহার করে নিতে হবে। এবার মেকআপ সেট করার জন্য কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে। মুখে কনটোর করার জন্য কনটোর ব্রাশ ব্যবহার করতে হবে। কনটোর করার পর পাউডার বেস ব্লাশ ব্যবহার করতে হবে কনটোর লাইনের উপরে। আই মেকআপের জন্যে পিঙ্ক কালারের শেড ব্যবহার করতে হবে। আর শেষে লিপস্টিক ব্যবহার করলেই লুক রেডি।