বাসুদেবপুর পল্লি উন্নয়ন সমিতি

দক্ষিন কলকাতার বেহালা এলাকার বিখ্যাত পুজোর একটি হল বাসুদেবপুর পল্লি উন্নয়ন সমীতির দুর্গা পুজো।১৯৬০ সাল থেকে হয়ে আসা এই পুজো আজও বেহালাবাসীর প্রধান আকর্ষন। আর জিয়ো বাংলা শারদ সম্মান উপলক্ষে আমাদের স্টুডিওয়ে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট বুদ্ধদেব রায়চৌধুরি। তাছাড়াও ছিলেন ক্লাবের দুজন সাধারণ সদস্য মহুয়া নন্দিস্বাগতা দাস। গল্পে আড্ডায় সঞ্চালিকা অরণীর সাথে তাঁদের ক্লাবের পুজোর বিষয় জানলাম আমরাও। এবছর ৫৯তম বর্ষে পদার্পন করবে তাঁদের পুজো আর সেই উপলক্ষে এবারে এক অভিনব থিমের পরিকল্পনা করেছেন তারা। আলো আধারের মেলবন্ধনকে কেন্দ্র করেই শিল্পী সুমন হালদারের ভাবনায় সেজে উঠবে বাসুদেবপুর উন্নয়ন সমীতির পূজা মন্ডপ।সকল দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য সদা তৎপর থাকবে ক্লাব কর্তৃপক্ষ। ষষ্ঠী থেকে নবমী, পুজোর চারদিন থাকছে কলকাতা পুলিশের কড়া নজরদারী। মন্ডপ প্রাঙ্গনে থাকবে অগ্নি নির্বাহীক ব্যাবস্থা। থাকবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...