ডোকরা শিল্পের উৎস্য

দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। মাকে স্বাগত জানাতে ঢেলে সাজছে প্রকৃতি। মাকে স্বাগত জানাতে কেমন করে সেজে উঠছে মন্ডপ, ২০১৮ এর জিয়ো বাংলা শারদ সম্মান অনুষ্ঠানে উদঘাটিত হচ্ছে নানা মননশীলতা। কথায় কি থিম হচ্ছে? কোথায়ই বা সাবেকিয়ানার ছোঁয়া। পূজো কমিটির সদস্যদের নিয়ে চলছে জমিয়ে আড্ডা। জিয়ো বাংলার স্টুডিওতে আড্ডা দিতে উপস্থিত ছিলেন বাঁশদ্রনি একতা সার্বজনিন দুর্গোৎসবের সদস্যরা। ১০তম বর্ষে তাদের এবারের থিম যে বিষয় নিয়ে গড়ে উঠেছে তা হল ডোকরা শিল্পীদের জীবনযাত্রা। নিজেদেরকে সাজিয়ে তুলতে আমরা হামেসাই ব্যাবহার করে থাকি ডোকরার জিনিস। কিন্তু তার সৃষ্টিকর্তার খোঁজ মেলে না কখনও। এবছর তাদের জীবনযাত্রাই ফুটে উঠবে বাঁশদ্রনি একতা সার্বজনিন দুর্গোৎসবে। সঞ্চালক মনীষার সাথে পুজো নিয়ে আরো অনেক অজানা তথ্য ভাগ করে নিলেন ক্লাবের সদস্য  জয়ন্ত রায়চৌধুরি, রাজু সরকার , এবং শিল্পী সোমা দে।আর

এটা শেয়ার করতে পারো

...

Loading...