আমাদের সমাজে নানা মানুষের নানা সমস্যা। জীবন যুদ্ধে তারা সকলেই নিজের লড়াই চালিয়ে যাচ্ছে। দেশ হোক বা বিদেশ সব জায়গাতেই চলছে মানুষের এই লড়াই। জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এমন চার প্রবাসী বাঙালির জীবনকে নিজের ছবির মাধ্যমে তুলে ধরেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। ছবির নাম 'আরো এক পৃথিবী'। বেশ কিছুদিন মাস আগেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবির ট্রেলারে চার মুখ্য চরিত্রের দেখা মিলেছে যার হলেন প্রতীক্ষা, আয়েশা, শ্রীকান্ত মুন্সি, অরিত্র চট্টোপাধ্যায়। প্রবাসী এই চার বাঙালির জীবনে বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু সমস্যা কথা না জীবনটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই দেখানো হয়েছে এই গল্পে। সম্প্রতি ছবির প্রচারে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পরিচালক অতনু ঘোষ ও বাকি কলাকুশলীরা।
এই ছবিতেই দেখা যাবে 'কারাগার' খ্যাত জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। ছবিতে প্রতীক্ষার চরিত্রে দেখা যাবে তাকে। আয়েশার চরিত্রে অভিনয় করেছেন অনিন্দিতা বসু, শ্রীকান্ত মুন্সির ভূমিকায় দেখা যাবে অভিনেতা ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও অরিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র ও গান গেয়েছেন পোর্শিয়া সেন ও সমন্ত্যক সিংহ। আগামী ৩ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।