'বাংলা, বাঙালি ও তার ঐতিহ্য'

বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্য। তার গৌরবের ইতিহাস আর সংস্কৃতির ধারাকে প্রজন্মে প্রজন্মে বয়ে নিয়ে চলাই সেই ঐতিহ্যের উদযাপন। সম্প্রতি বিশ্ব হেরিটেজ দিবস উপলক্ষে বাঙালির ঐতিহ্য রক্ষায় অক্লান্ত সৈনিক কিছু বিশিষ্ট জন এবং গুণী মানুষকে সঙ্গে নিয়ে আয়োজিত হল 'বাংলা, বাঙালি ও তার ঐতিহ্য। উত্তর কলকাতার বাগবাজারে বিখ্যাত কেসি দাশ গৃহ ‘রসগোল্লা
ভবন’-এ অনুষ্ঠিত হয় এই আলোচনাচক্র। অনুষ্ঠানের রূপায়নে 'বেঙ্গল ফোরাম ফর ইন্টালেক্ট অ্যান্ড কালচার'। অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কে.সি.দাশ প্রাইভেট লিমিটেডের অধিকর্তা ধীমান দাশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ পার্থসারথী মুখোপাধ্যায়, ফুড ব্লগার 'ফুডকা' ইন্দ্রজিত লাহিড়ি প্রমুখ ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সব অতিথিরাই ছিলেন খাঁটি বাঙালি পোশাকে।

বাংলা ও বাঙালি ঐতিহ্যের নানা দিক উঠে আসে আলোচনায়। ভোজনরসিক বাঙালির প্রিয় মিষ্টি থেকে শুরু করে শহরের শতাব্দী প্রাচীন স্থাপত্য সৌধের কথা। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রাচীন সৌধগুলির সংস্কার আশু প্রয়োজন। তাই কীভাবে
শহরের এই  প্রাচীন সৌধগুলিকে সংরক্ষণ করা যায় এবং কীভাবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এই কাজের সঙ্গে যুক্ত করা যায় সেটাই লক্ষ্য ছিল 'বাংলা,বাঙালি ও তার ঐতিহ্য' অনুষ্ঠানের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...