'বাঙালিয়ানা ২০২২'

বাংলার শিল্প ও সংস্কৃতি প্রত্যেক বাঙালির গর্ব। এবার এই শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে 'ভিআইপি জোড়া মন্দির' অঞ্চলে আয়োজন করা হয়েছে 'বাঙালিয়ানা ২০২২'। জনপ্রিয় গায়িকা রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে আয়োজন।
বাংলার নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন প্রদর্শিত হবে এখানে, তেমনি বিভিন্ন জেলার হাতে তৈরি শিল্পদ্রব্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। মেলার স্টল থেকে শুরু করে মঞ্চের আচ্ছাদন সবই চোখ টেনে নেয়। আটচালার ছাউনি, মাটির প্রলেপে গ্রাম বাংলার লৌকিক চিত্রকলা। শহর কলকাতার খাবার থেকে শুরু করে পোশাক সবের প্রথম সারির ব্র্যান্ড অংশ নিচ্ছে এই উৎসবে। বাদ পড়েনি রেস্তোরাঁও।
১ মে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলবে আগামী ১০ মে পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, সৌগত রায় প্রমুখ।

গত দুই বছর ধরে করোনা পরিস্থিতির ফলে বাংলার শিল্পীদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনুষ্ঠান বা প্রদর্শনী মেলার মাধ্যমে তাঁদের শিল্পকে সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা এই উদ্যোগ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...