'মনপতঙ্গ' ছবিতে মুখ্য ভূমিকায় সীমা বিশ্বাস

বাংলা দর্শকদের বহু ছবি উপহার দিয়েছে আরোরা ফিল্ম। এবার তাদের প্রযোজনায় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'মনপতঙ্গ'। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এই ছবির কথা ঘোষণা করেছেন ছবির পরিচালক রাজদীপ পাল ও শমিষ্ঠা মাইতি। এই ছবিতে এক প্রেমিক ও প্রেমিকার গল্প দেখানো হয়েছে। তার দুজনেই গ্ৰামে থাকত। কিন্তু নিপীড়নের ভয় গ্ৰাম ছেড়ে শহরে চলে আসতে হয়েছে তাদের। আর শহরে এসে জীবন ও জীবিকা চালাতে এক দোকানে কাজ করাও শুরু করেন তারা। কিন্তু অর্থ ও যশ তাদের মধ্যে বদল নিয়ে আসে। ধীরে ধীরে হারিয়ে যায় তাদের ভালোবাসা। দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। কিন্তু সত্যিই কী আবার তাদের সম্পর্ক জোড়া লাগবে? এই প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে 'মনপতঙ্গ' ছবিটি।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয় ছবির পরিচালক শমিষ্ঠা মাইতি বলেছেন, "আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের জীবন থেকেই আসে। ছবিতে তোমার আমার জীবনের গল্পই দেখানো হয়েছে। তবে ছবিতে আমাদের উপস্থাপনার মধ্যে হয়তো নতুনত্ব রয়েছে। প্রশ্ন হতেই পারে যে কেন আমরা ফুটপাতের লোকদের নিয়ে কথা বলছি? কিন্তু আমার শুধু ফুটপাতে লোকদের নিয়ে কথা বলছি না।"

অন্যদিকে পরিচালক রাজদীপ পাল বলেছেন, "হয়তো ফুটপাতের লোকদের জীবন তোমার আমার জীবনের থেকে আপাতদৃষ্টিতে আলাদা। কিন্তু যদি ভিতরে যাও তবে ভিতরটা খুব একটা আলাদা নয়। তোমার ভিতরটা যেমন আশা, আকাঙ্ক্ষা ও ইচ্ছা দিয়ে চালিত হয়ে তেমন ফুটপাত বাসী ও কোটিপতির ভিতরটাও আশা, আকাঙ্ক্ষা ও ইচ্ছা দিয়ে চালিত হয়। তাই এই ছবির গল্পের যদি ভিতটা ধরতে পারি তাহলে একই মনে হবে।"

এই ছবিতে অভিনেত্রী সীমা বিশ্বাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শুভঙ্কর মহান্ত, বৈশাখী রায়, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, জনার্দন ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, জয় সেনগুপ্ত, তন্নিষ্ঠা বিশ্বাস অনিন্দ্য রায়ের মতো অভিনেতারা। তবে ছবিটি কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...