জিয়ো বাংলা শারদসম্মান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন দক্ষিন কলকাতার বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘের ক্লাব কর্তৃপক্ষ।উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি অপু সাহা, ক্লাবের সাধারণ সদস্য সর্বানী সাহা ও থিমমেকার সোমাঘটক।গল্পে আড্ডায় সঞ্চালিকা রিয়া-কে জানান তাঁদের পুজোর ব্যাপারে।এ বছর ৬৯তম বর্ষে পর্দাপন করবে তাঁদের পুজো।আর তাই এইবছরটিকে স্মরণীয় করে রাখতে এক বিকল্প থিমের অবলম্বী হয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।নারী সুরক্ষাকে কেন্দ্র করেই এবারে তাঁদের পুজোর থিম গড়ে উঠেছে।বর্তমানে নারী সুরক্ষা সমাজের কাছে এক বড় সমস্যা আর এই সমস্যাকে মাথায় রেখেই শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে এবারের পুজোর থিম।বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ ক্লাবের উল্লেখযোগ্য বিষয় হল তাদের নারীশক্তি।তা সে ক্লাবের রক্তদান শিবিরই হোক বা পুজোর সকল আয়েজন, সমস্থ বিষয়টার দায়িত্বে থাকে পাড়ার মহিলারা।আর তাদের এই অবদানের জন্য ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিবছর দুর্গাপুজোর সেই সব মহিলাদের পুরস্কৃতও করা হয়।