ক্যান্সার মানেই মৃত্যু নয়

এসেছে শরৎ থিমের পরশ লেগেছে পুজোর পড়ে ।পুজো আসে গেছে আর মাত্র হাতে গোনা কোটা দিন ।পূজারী আড্ডা দিতে জিয়ো বাংলা  শারদ সম্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিল 'বাঘাযতীন বি এন্ড সি ব্লক ' কমিটির সদস্যরা। সঞ্চালিকা অরণীর সাথে তাদের আড্ডার ছলে উঠে এল পুজো সম্পর্কে নানা অজানা কথা ।এটি আসলে কোনো ক্লাব নয় । বি এন্ড সি দুটি ব্লক মিলে পুজোটি করেন । গুটি গুটি পায়ে চলতে চলতে তারা এবার ৬৮ তম বর্ষে পদার্পন করলেন।শুরুতে সাবেকিয়ানায় পুজো হলেও পরবর্তীকালে ২০০৫ সাল থেকে থিম পুজো করা শুরু করেন তাঁরা ।এবছরে তাদের থিম 'ক্যান্সার হ্যস এন্ এনসার'। অর্থাৎ কর্কট রোগ নিয়ে সমাজে একটা বাত্রা দিতে চেয়েছেন তাঁরা। ক্যান্সার রোগ হওয়া মানেই যে জীবন শেষ তা নয় । এরপর ও একটা জীবন  আছে। কর্কট রোগ সংক্রান্ত বার্তা দেওয়াই তাদের এবারের লক্ষ্য।মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা  করছেন ,সব্যসাচী পাল ও তপন মাঁঝি। মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা সজ্জা করা হয়েছে। তাদের এই নিদারুন সৃষ্টি দেখতে হলে আপনাকে যেতেই হবে   'বাঘাযতীন বি এন্ড সি ব্লক ' পূজামণ্ডপে ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...