এবার বাংলাদেশেও আসছে 'ব্যাগট্রন'

শহর কলকাতার বুকে নিজেদের কর্ম ক্ষমতা উপর ভর করে উঠে দাঁড়িয়েছে বহু সংস্থা। যাদের জার্নি বহু উদ্যোগীর আত্মবিশ্বাস বাড়াবে। এমন একটি সংস্থা হল 'ব্যাগট্রন'। ব্যাগ প্রস্তুতকারী এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল ৩০ বছর আগে। সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে অন্যতম হলেন সংস্থার বর্তমান চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর শাহেরিয়ার খান। বর্তমানে কলকাতা ছাড়াও দক্ষিণ ভারত ও উত্তর ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে রয়েছে তাদের ব্যবসা। কিন্তু খুব শীঘ্রই ভারতের পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য আসতে চলেছে 'ব্যাগট্রন'-এর ব্যাগ। সম্প্রতি জিয়ো বাংলার স্টুডিয়োতে ধরা দিয়ে এই কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মহম্মদ শাহেরিয়ার খান, এগজিকিউটিভ ডিরেক্টর মহম্মদ ইয়াসিন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানভীর খান। এছাড়াও সংস্থার জার্নির গল্প তুলে ধরেছেন এগজিকিউটিভ ডিরেক্টর মহম্মদ ইয়াসিন।

এগজিকিউটিভ ডিরেক্টর মহম্মদ ইয়াসিন বলেছেন, তিরিশ বছর আগে 'ব্যাগট্রন'-এর জার্নি শুরু হয়েছিল। নতুন প্রজন্ম হিসেবে তাদের ইচ্ছা ছিল 'ব্যাগট্রন'কে আরও এগিয়ে নিয়ে চলা। ক্রেতাদের গুণগতমানের সঙ্গে যাতে কোনও আপস না করতে হয়। সেই দিকে সব সময় নজর দিয়েছেন তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...