চিকিৎসা শাস্ত্রের প্রাচীনতম পদ্ধতির নাম হল আয়ুর্বেদ। সম্পূর্ণ ভারতীয় এই চিকিৎসা পদ্ধতি অনেক ধরনের রোগেই কার্যকরী। বর্তমান সময় আধুনিক চিকিৎসার চল বাড়লেও আয়ুর্বেদ চিকিৎসা জনপ্রিয়তা এখনও অনেক বেশি। দেশের এই প্রাচীন চিকিৎসা পদ্ধতিকে এখনও বাঁচিয়ে রেখেছে 'বৈদ্যনাথ আয়ুর্বেদ ভবন প্রাইভেট লিমিটেড'। এই সংস্থার আর.এন.ডি হেড ডাঃ দেবাশীষ পাহাড়ী আজ মুখোমুখি জিয়ো বাংলার পর্দায়।
প্র: চিকিৎসার জন্যে আয়ুর্বেদকে কেন মানুষ বেছে নেবে?
ডাঃ পাহাড়ী: আমাদের ভারতীয় হিসেবে গর্ববোধ করা উচিত কারণ আয়ুর্বেদ সম্পূর্ণ একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদ ছাড়া বাকি সব চিকিৎসা পদ্ধতিই বাইরে থেকে এসেছে। এছাড়াও আয়ুর্বেদ নিজের অজান্তেই বহু মানুষ ব্যবহার করেন। যেমন- তুলসি পাতার রস, কাঁচা হলুদের রস। এই সবই আয়ুর্বেদ। গত পাঁচ হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি চলে আসছে। এমনকি করোনা চিকিৎসায়ও আধুনিক যুগে তৈরি হওয়া ওষুধ গুলি বেশি দিন মানুষ ব্যবহার করতে পারেননি। কিন্তু আয়ুর্বেদের যে ওষুধ করোনা চিকিৎসার জন্য বেরিয়ে ছিল আজও সেগুলিই ব্যবহার হচ্ছে। যেহেতু আয়ুর্বেদ প্রথমে মানুষের উপর প্রয়োগ করার পরেই এটিকে বাজারে আনা হয়েছে। তাই আয়ুর্বেদ কখনও মিথ্যা হতে পারে না।
প্র: কোভিড বা ওমিক্রনের বিরুদ্ধে আয়ুর্বেদ কতটা কার্যকরী?
ডাঃ পাহাড়ী: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় একমাত্র লুকিয়ে আছে আয়ুর্বেদের মধ্যে। যেমন- বৈদ্যনাথের চমনপ্রাস, ভারত সরকারের আয়ুষ কাড়ার মতো ওষুধ বেরিয়েছে। এই সকল ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও মানুষ যদি প্রত্যেক দিন আয়ুর্বেদিক সব নিয়ম মেনে চলেন তাহলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়।
প্র: আয়ুর্বেদ চিকিৎসা কীভাবে করতে হয়?
ডাঃ পাহাড়ী: মানুষের সাধারণ জীবনযাপনে যে ধরনের রোগ দেখতে পাওয়া যায়। যেমন-রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, আর্থারাইটিস, অ্যাজমা, এছাড়াও বয়স বাড়লে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সকল রোগের সমাধান সম্ভব আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি মাধ্যমে।
প্র: সব ধরনের চিকিৎসায় কী আয়ুর্বেদের প্রয়োগ হয়?
ডাঃ পাহাড়ী: চিকিৎসা শাস্ত্রের যে কোনো অস্ত্রোপচারের বই খুললেই প্রথমে দেখা যাবে সুশ্রুতের নাম। অস্ত্রোপচারের জনক বলা হয়ে সুশ্রুতকে। সেই কারণেই আয়ুর্বেদে সকল রোগের ওষুধ পাওয়া যায়। তবে আয়ুর্বেদ নিয়ে এখনও অনেক রিসার্চের প্রয়োজন রয়েছে। রিসার্চ বাড়লেই আরও আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা সম্ভব হবে।
প্র: কোন কোন রোগের ক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসা খুব ভালো কাজ করে?
ডাঃ পাহাড়ী: বলা যেতে পারে আর্থারাইটিস, ত্বকের রোগের বিরুদ্ধে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় আয়ুর্বেদ চিকিৎসা। এই কারণেই বর্তমানে ভারতের তুলনায় বিদেশে বেশি ব্যবহার করা হয় আয়ুর্বেদিক ওষুধ।