চারিদিকে পুজোর প্রস্তুতি ,পুজোর ব্যাস্ততা ,রাস্তা ঘাটে পুজো নিয়ে ব্যাস্ত পুজোর ফ্যাশান, পুজোর শপিং এই সমস্ত কিছুর মধ্যেও জিয়ো বাংলা শারদ সন্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'অভিযান গান্ধী কলোনী '।জিয়ো বাংলা ষ্টুডিও তে উপস্থিত ছিলেন পার্থ বিশ্বাস ,ইরা চক্রবর্তী ,সুপ্রিয় পাল ।সঞ্চালিকা মনীষার সাথে তাদের কথপকথনে উঠে এল তাদের পুজোর নেপথ্য কথা ।১৯৬৭ সালে তাদের ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ।দূর্গা পুজো ছাড়াও শ্যামা পুজো ,সরস্বতী পুজো ক্লাবে হয়ে থাকে ।উল্টো রথের দিন খুঁটিপুজোর মধ্যে দিয়ে তাদের পুজোর কার্যালয় শুরু হয়ে যায় ।৫১ বছরের এই পুজোতে প্রথম দিকে সাবেকি আনায় মায়ের আরাধনা করা শুরু হলেও ২০০৫ সাল্ থেকে থিমের পুজোর সাথে যুক্ত হয়েছেন তারা ।এবছরের তাদের থিম 'আর কত দূর বলো মা। থিমটির মধ্যে দিয়ে তারা বর্তমান সমাজের চিত্রকে তুলে ধরতে চেয়েছেন ।মানব জাতির যে ঊর্ধে ওঠার ভাবনা অর্থাৎ স্বর্ণ শিখরে ওঠার যে ইচ্ছে তার জন্য যেকোনো মূল্য দিতে তারা প্রস্তুত ।তার বদলে কি হারাতে হতে পারে সেটির দিকে কোন ভ্রুক্ষেপ থাকে না।সেই ভাবনাকে বাস্তব রূপ প্রদান করেছেন শিল্পী ইরা চক্রবর্তী ।প্রতিমা সাবেকি আনায় তৈরী হলেও থিমের ছোঁয়া খুঁজে পাবেন। এছাড়াও দর্শনার্থীদের সুবিধার্থে থাকছে নানা সুব্যবস্থাও ।এছাড়াও পুজোর দিনগুলোতে থাকছে নানা বৈচিত্রপূর্ণ অনুষ্ঠানও ।এই অভিনব মণ্ডপ সজ্জা দেখতে হলে আপনাকে আসতেই হবে রানী কুটি বাস স্ট্যান্ড থেকে জিডি বিড়লা মোড় থেকে পায়ে হেঁটে অভিযান গান্ধী কলোনী পূজামণ্ডপে ।